অকাল রজঃস্রাব
Другие языки:
অকাল রজঃস্রাব
Подписчиков: 0, рейтинг: 0
Menorrhagia নিবন্ধের সাথে বিভ্রান্ত হবেন না।
| অকাল রজঃস্রাব | |
|---|---|
| বিশেষত্ব |
স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান |
অকাল রজঃস্রাব হচ্ছে জরায়ুর ক্রমাগত বা অনিয়মিত রক্তক্ষরণ।
অকাল রজঃস্রাব অস্বাভাবিক যোনিপথের রক্তক্ষরণের পাশাপাশি হরমোনের ভারসাম্যহীনতা অন্তর্জরায়ুময়তা, জরায়ু ফিরবোয়েড, জরায়ুর ক্যান্সার অথবা যোনিপথের ক্যান্সারের লক্ষণ হতে পারে।
যদি এই রক্তপাতের পুনরাবৃত্তি হয় এবং অনেক বেশি হয়, তবে [লৌহ অভাবননিত এনিমাও হতে পারে।