Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

অস্কার পিস্টোরিয়াস

Подписчиков: 0, рейтинг: 0
এই নিবন্ধের শিরোনামের সাথে মিল আছে এমন নিবন্ধের জন্য অস্কার (দ্ব্যর্থতা নিরসন) দেখুন।
অস্কার পিস্টোরিয়াস
Oscar Pistorius 2 Daegu 2011.jpg
দক্ষিণ কোরিয়ার দেইগুতে ২০১১ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে পিস্টোরিয়াস
ব্যক্তিগত তথ্য
ডাকনাম ব্লেড রানার; পা-বিহীন দ্রুততম মানব; "ওজ" পিস্টোরিয়াস
জন্ম (1986-11-22) ২২ নভেম্বর ১৯৮৬
স্যান্ডটন, জোহান্সবার্গ, ট্রান্সভাল প্রদেশ (বর্তমানে গোটেং প্রদেশ), দক্ষিণ আফ্রিকা
মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি) in prosthetics
ওজন ৮০.৬ কেজি (১৭৮ পা) (২০০৭)
ওয়েবসাইট www.oscarpistorius.com
ক্রীড়া
দেশ  দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া দৌড়
বিভাগ স্প্রিন্ট (১০০, ২০০, ৪০০ মিটার)
সাফল্য ও খেতাব
বিশ্ব ফাইনাল ২০০৫ প্যারালিম্পিক বিশ্বকাপ: ১০০ মি (টি৪৪) – স্বর্ণ; ২০০ মি (টি৪৪) – স্বর্ণ
জাতীয় ফাইনাল ২০০৭ সাউথ আফ্রিকান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ: ৪০০ মি (টি৪৪) – স্বর্ণ
প্যারালিম্পিক ফাইনাল ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক্‌স: ১০০ মি (টি৪৪) – ব্রোঞ্জ; ২০০ মি (টি৪৪) – স্বর্ণ

২০০৮ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক্‌স: ১০০ মি (টি৪৪) – স্বর্ণ, 200 মি (টি৪৪) – স্বর্ণ; 400 মি (টি৪৪) – স্বর্ণ

২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক্‌স: ২০০ মি (টি৪৪) – রৌপ্য; ৪ × ১০০ মি রীলে – স্বর্ণ; পুরুষদের ৪০০ মি (টি৪৪) – স্বর্ণ
সর্বোচ্চ স্থান ১০০ মি: ১ম (২০০৮)

২০০ মি: ১ম (২০০৮)

৪০০ মি: ১ম (২০০৮)
ব্যক্তিগত সেরা ১০০ মি (টি৪৪): ১০.৯১ সে (২০০৭, বি.রে.)

২০০ মি (টি৪৪): ২১.৩০ সে (২০১২, বি.রে.)

৪০০ মি: ৪৫.০৭ সে
পদকের তথ্য
পুরুষদের অ্যাথলেটিক্স
 দক্ষিণ আফ্রিকা-এর প্রতিনিধিত্বকারী
প্যারালিম্পিক গেমস্‌
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৪ এথেন্স ১০০ মি (টি৪৪)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৪ এথেন্স ২০০ মি (টি৪৪)
স্বর্ণ পদক - প্রথম স্থান 2008 Beijing 100 m (T44)
স্বর্ণ পদক - প্রথম স্থান 2008 Beijing 200 m (T44)
স্বর্ণ পদক - প্রথম স্থান 2008 Beijing 400 m (T44)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2012 London 200 m (T44)
স্বর্ণ পদক - প্রথম স্থান 2012 London 400 m (T44)
স্বর্ণ পদক - প্রথম স্থান 2012 London 4 × 100 m relay (T42–T46)
World Championships
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2011 Daegu 4 × 400 m relay
African Championships
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2012 Porto-Novo 400 m
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2012 Porto-Novo 4 × 400 m relay
6 September 2012 তারিখে হালনাগাদকৃত

অস্কার লিওনার্দ কার্ল পিস্টোরিয়াস (ইংরেজি: Oscar Leonard Carl Pistorius; জন্ম: ২২ নভেম্বর, ১৯৮৬) দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী বিখ্যাত দৌড়বিদ। তার দুই পা নেই; ফলে তিনি টি৪৩ শ্রেণীভূক্ত হওয়া স্বত্ত্বেও টি৪৪ শ্রেণীভূক্ত দলের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি টি৪৪ শ্রেণীর প্রতিযোগিতায় ২০০ মিটার৪০০ মিটার দৌঁড় বিষয়ে বিশ্বরেকর্ডের অধিকারী। এছাড়াও, যুগ্মভাবে টি৪৩ শ্রেণীর ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডেও ভাগ বসিয়েছেন।

প্রারম্ভিক জীবন

হেঙ্ক ও শীলা পিস্টোরিয়াস দম্পতির সন্তান অস্কার পিস্টোরিয়াস ২২ নভেম্বর, ১৯৮৬ সালে জোহান্সবার্গের স্যান্ডটনে জন্মগ্রহণ করেন। এরপর এক খ্রিস্টান বাড়িতে বেড়ে ওঠেন। তার কার্ল নামীয় এক জ্যেষ্ঠ ভাই ও এইমি নামে ছোট বোন আছে। পিস্টোরিয়াসের মা ৪৩ বছর বয়সে মারা যান; তখন তার বয়স ছিল ১৫ বছর যা তার জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। তার প্রমাতামহ ইতালিয় অভিবাসী হিসেব কেনিয়ায় এসেছিলেন।

ফিবুলাবিহীন অবস্থায় পিস্টোরিয়াস জন্মগ্রহণ করেন। ১১ মাস বয়সে হাঁটু ও পায়ের গোড়ালি অংশ বিচ্ছিন্ন করতে হয়। কন্সট্যাশিয়া ক্লোফ প্রাইমারি ও প্রিটোরিয়া বয়েজ হাই স্কুলে অধ্যয়ন করেন। সেখানে তিনি ১১ থেকে ১৩ বছর বয়সের মধ্যে সময়কালে রাগবি ইউনিয়ন, ওয়াটার পোলোটেনিস খেলায় অংশ নেন। পাশাপাশি ক্লাব পর্যায়ের অলিম্পিক কুস্তিতেও খেলেন। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জেনি ব্রুক্স গ্যারেজের জিমে প্রশিক্ষণ নেন। ২০০৩ সালে হাটুতে গুরুতর আঘাতপ্রাপ্তি ঘটে তার। এরপর তিনি ২০০৪ সালের জানুয়ারি মাসে দৌড় খেলায় অংশ নেন।কোচ অ্যাম্পি লো তাকে সহযোগিতা করেন। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। দক্ষিণ আফ্রিকার ফ্রাঙ্কোইজ ভ্যান্ডারওয়াট তার পা হিসেবে ব্লেড আকৃতির অতিরিক্ত অংশ স্থাপন করেন। দৌড়ের উপযুক্ত ব্লেডের অভাবে ভ্যান্ডারওয়াট স্থানীয় প্রকৌশলীদের সাথে আলাপ করে তা তৈরীর জন্য ফরমায়েশ দাখিল করে। কিন্তু ব্লেডগুলো দ্রুত ভেঙ্গে যাওয়ায় আমেরিকান স্প্রিন্টার ব্রায়ান ফ্রেজারের কাছে তাকে পাঠানো হয় ও আইসল্যান্ডের ওসার কোম্পানি উপযুক্ত ব্লেড তৈরী করে।

বিতর্ক

১৪ ফেব্রুয়ারি, ২০১৩ তারিখে পিস্টোরিয়াসকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়। রীভা স্টীনক্যাম্প নাম্নী তার মেয়েবন্ধুকে প্রিটোরিয়ায় সকালে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন। কিছু প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে, তিনি ভুলবশতঃ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ থেকে এ তথ্যের সত্যতা প্রকাশ পায়নি। তারা আরো বলেন, যদি ভুলবশত হত্যাকাণ্ড ঘটান তবে তিনি ১ টি গুলি অথবা সর্বোচ্চ ২ টি গুলি করবেন। সেখানে তিনি ৬ টি গুলি করেছেন। এরপর রীভা স্টীনক্যাম্প নিজের জীবন বাঁচাতে তিনি গোসল খানায় ঢোকেন। কিন্তু পিস্টোরিয়াস সেখানেও গুলি করেন ও ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় পেটান এবং তার মৃত্যু ঘটে। 2021 সালের নভেম্বরে, দক্ষিণ আফ্রিকার কারা কর্তৃপক্ষ অস্কার পিস্টোরিয়াসের প্যারোলে বিবেচনা করার জন্য প্রথম পদ্ধতিগত পদক্ষেপ শুরু করেছিল, তার বান্ধবীকে হত্যার জন্য কারাগারে বন্দী করা হয়েছিল।


Новое сообщение