Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

আয়োডিন সংখ্যা

Подписчиков: 0, рейтинг: 0
আয়োডিন সংখ্যা

আয়োডিন সংখ্যা পদটি ফ্যাটি অ্যাসিডের (যেমন: তেল, চর্বি ইত্যাদি) অসম্পৃক্ততার পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয়। ১০০ গ্রাম ফ্যাটি অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে যত গ্রাম আয়োডিন প্রয়োজন হয়, সেই গ্রাম-সংখ্যাই হলো উক্ত ফ্যাটি অ্যাসিডের আয়োডিন সংখ্যা। যে ফ্যাটি অ্যাসিড-এ যত বেশি সংখ্যক অসম্পৃক্ত C=C অর্থাৎ কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে, তার সঙ্গে বিক্রিয়া করার জন্য তত বেশি পরিমাণ আয়োডিন প্রয়োজন হয়।

কতকগুলি অতি পরিচিত ফ্যাটি অ্যাসিডের আয়োডিন সংখ্যা

ফ্যাট আয়োডিন সংখ্যা
বার্নিশ তেল ১৬৩ – ১৭৩
কড লিভার তেল ১৪৫ – ১৮০
আঙুর বীজের তেল ১২৪ – ১৪৪
পাম তেল ৫০.০ – ৫৫.০
মাখন ২৬ – ৪০
অলিভ তেল ৮০ – ৮৮
ঘানির তেল ৮২ – ৯০
নারিকেল তেল – ১০
পাম কার্নেল তেল ১৬ – ১৯
কোকা মাখন ৩৫ – ৪০
জজোবা তেল ৮০ ~৮২
পোস্তবীজের তেল ১৩৩ ~১৩৩
তুলোবীজের তেল ১০০ – ১১৭
ভুট্টার তেল ১০৯ – ১৩৩
ক্যানোলা অয়েল ১১০ – ১২৬
রেপসিড অয়েল ৯৪ – ১২০
গমবীজের তেল ১১৫ – ১৩৪
সূর্যমুখী তেল ১১৮ – ১৪৪
তিসির তেল ১৩৬ – ১৭৮
সয়াবিন তেল ১২০ – ১৩৬
বাদাম তেল ৮৪ – ১০৬
চাল তুষ তেল ৯৫ – ১০৮
আখরোট তেল ১২০ – ১৫৫
কপোক বীজ তেল ৮৫ – ১০০
ঘি ২৬-৩৮

আয়োডিন সংখ্যা নির্ণয়ের পদ্ধতি

অতিরিক্ত ব্রোমিন আয়োডাইড দ্বারা বিজারিত হয়ে ব্রোমাইড আয়নে পরিণত হয়।

সবশেষে সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশনের মাধ্যমে আগের বিক্রিয়াটিতে উৎপন্ন আয়োডিনের পরিমাণ নির্ণীত হয়।


Новое сообщение