Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ইনডোমেথাসিন
ইনডোমেথাসিন
Подписчиков: 0, рейтинг: 0
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
---|---|
উচ্চারণ | /ɪndoʊˈmɛtəsɪn/ |
বাণিজ্যিক নাম | Indocid, Indocin |
অন্যান্য নাম | টেমপ্লেট:Infobox drug/localINNvariants |
এএইচএফএস/ ড্রাগস.কম |
মনোগ্রাফ |
লাইসেন্স উপাত্ত |
|
গর্ভধারণ বিষয়শ্রেণী |
|
প্রয়োগের স্থান |
মুখ, পায়ু, শিরার মাধ্যমে |
এটিসি কোড | |
আইনি অবস্থা | |
আইনি অবস্থা | |
ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
জৈবপ্রাপ্যতা | ~১০০% (মৌখিক), ৮০–৯০% (পায়ুপথ) |
প্রোটিন বন্ধন | ৯৯% |
বিপাক | যকৃতে |
বর্জন অর্ধ-জীবন | ২.৬-১১.২ ঘণ্টা (প্রাপ্তবয়স্ক), ১২-২৮ ঘণ্টা (শিশু) |
রেচন | বৃক্ক (৬০%), মল (৩৩%) |
শনাক্তকারী | |
| |
সিএএস নম্বর |
|
পাবকেম সিআইডি | |
আইইউপিএইচএআর/ বিপিএস |
|
ড্রাগব্যাংক |
|
কেমস্পাইডার |
|
ইউএনআইআই | |
কেইজিজি |
|
সিএইচইবিআই | |
সিএইচইএমবিএল | |
পিডিবি লিগ্যান্ড | |
কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
ইসিএইচএ ইনফোকার্ড | 100.000.170 |
রাসায়নিক ও ভৌত তথ্য | |
সংকেত | C19H16ClNO4 |
মোলার ভর | ৩৫৭.৭৯ g·mol−১ |
থ্রিডি মডেল (জেএসমোল) | |
| |
|
ইনডোমেথাসিন বা ইনডোমেটাসিন (ইংরেজি: Indometacin (INN and BAN) or indomethacin (AAN, USAN and former BAN) একটি নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামাটোরি ড্রাগ(NSAID) যা জ্বর ও ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রোস্টাগ্লান্ডিন সংশ্লেষণ কমিয়ে দেয়ার মাধ্যমে কাজ সম্পাদন করে।
এটি সারাবিশ্বে বিভিন্ন নামে পাওয়া যায়।
ব্যবহার
নিম্নলিখিত রোগে ইনডোমেথাসিন ব্যবহার করা হয়:
- অ্যাঙ্কাইলোজিং স্পনডাইলাইটিস
- গেঁটেবাত
- বার্টার সিনড্রোম
- বার্সাইটিস
- ক্রায়োগ্লোবিউলিনেমিয়া
- ডিসমেনোরিয়া (ব্যথাযুক্ত রজঃস্রাব)
- ভালসালভা ম্যানুভার করার জন্য মাথাব্যথা।
- হেমিক্রেনিয়া কন্টিনিউয়া(মাথার একপাশে তীব্র ব্যথা।)
- হিপনিক হেডএক(সাধারণত রাতে বয়স্কদের এই ব্যথা হয় এবং ব্যথায় ঘুম ভেঙে যায়।)
- জুভেনাইল আর্থ্রাইটিস বা শিশুদের বাত ব্যথা।
- মাইগ্রেন
- নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস
- অস্টিওআর্থ্রাইটিস
- প্যাজেট ডিজিজ অব বোন।
- প্যারোক্সিসমাল হেমিক্রেনিয়া
- প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিয়োসাস
- পেরিকার্ডাইটিস
- মাথাব্যথা
- সিউডোগাউট বা কন্ড্রোক্যালসিনোসিস
- সোরিয়াটিক আর্থ্রাইটিস
- রিয়াক্টিভ আর্থ্রাইটিস
- কিডনিতে পাথরজনিত ব্যথা
- রিউমাটয়েড আর্থ্রাইটিস
- টেন্ডিনাইটিস
- পলিহাইড্রামিনোস রোগীদের অ্যামনিয়োটিক তরলের পরিমাণ কমাতে ব্যবহৃত হয়।
প্রতিনির্দেশনা
- পেপ্টিক আলসার
- ইনডোমেথাসিনে অ্যালার্জি
- দুই বছরের নিচের শিশু তবে যারা প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিয়োসাস রোগে আক্রান্ত তারা ব্যতীত।
- কিডনি ও লিভারের কার্যক্ষমতা অনেক কমে যাওয়া।
- পারকিনসন ডিজিজ, মৃগী রোগ ও মানসিক ব্যাধি।
- শরীরে পটাশিয়াম ধরে রাখে এমন ওষুধ এর সাথে এটি দেয়া যাবে না।
- উচ্চ রক্তচাপ
- লিথিয়াম এর সাথে দেয়া যাবে না।
পার্শ্বপ্রতিক্রিয়া
- পেপ্টিক আলসার
- শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি।
- রক্তচাপ বৃদ্ধি।
- অ্যাজমার প্রকোপ বৃদ্ধি।
- সাইকোসিস, ইত্যাদি
বহিঃসংযোগ
- Effects of Perinatal Indomethacin Treatment on Preterm Infants, academic dissertation (PDF)
- Indomethacin, from MedicineNet
- Indomethacin, from Drugs.com
- Indocin: Description, chemistry, ingredients, from RxList.com
টেমপ্লেট:Anti-inflammatory and antirheumatic products টেমপ্লেট:Topical products for joint and muscular pain টেমপ্লেট:Other gynecologicals টেমপ্লেট:Prostanoidergics