ইয়ান্ত্রা উল্কি
Другие языки:
ইয়ান্ত্রা উল্কি
Подписчиков: 0, рейтинг: 0
ইয়ান্ত্রা উল্কি (থাই: สักยันต์ ''sak yan'') বা স্যাক ইয়ান্ত হচ্ছে কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রচলিত বিলুপ্তপ্রায় একপ্রকার উল্কির অনুশীলন।
সাধারণত বৌদ্ধ সন্ন্যাসীরা ব্রাহ্মিন প্রেরিত পুরুষরা এধরনের উল্কি ব্যবহার করেন। ইয়ান্ত্রা উল্কির জন্য বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মন্দিরটি হচ্ছে থাইল্যান্ডের নাকোন প্যাথম প্রদেশের ওয়াট ব্যাং ফ্রা। বিভিন্ন দলিলে দেখা যায়, অ্যাঙ্গর সময় থেকে এই উল্কির চল হয়ে আসছে। গুরুরা ধ্যানের মাধ্যমে এই উল্কির নকশাগুলো লাভ করেন বলে প্রচলিত আছে।
এই উল্কিতে নকশা করতে পালি ও খ্মের লিপি ব্যবহৃত হয়।