Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

উইলিয়াম এইচ. স্টেইন

Подписчиков: 0, рейтинг: 0
উইলিয়াম হাওয়ার্ড স্টেইন
উইলিয়াম এইচ. স্টেইনের চিত্র.jpg
জন্ম (১৯১১-০৬-২৫)২৫ জুন ১৯১১
মৃত্যু ২ ফেব্রুয়ারি ১৯৮০(1980-02-02) (বয়স ৬৮)
মাতৃশিক্ষায়তন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পুরস্কার রসায়নে নোবেল পুরস্কার (১৯৭২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্র প্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহ রকফেলার বিশ্ববিদ্যালয়

উইলিয়াম হাওয়ার্ড স্টেইন (জন্ম: ২৫ জুন, ১৯১১ - মৃত্যু: ২ ফেব্রুয়ারি, ১৯৮০) একজন মার্কিন প্রাণরসায়নবিদ। তিনি ১৯৭২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

স্টেইন নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি তার কর্মজীবন জুড়েই রকফেলার বিশ্ববিদ্যালয়ে কররমরত ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস এবং শিকাগো বিশ্ববিদ্যালয় এ ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেন।

পুরস্কার ও সম্মাননা

বহি:সংযোগ


Новое сообщение