Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
উপি গোল্ডবার্গ
উপি গোল্ডবার্গ | |
---|---|
Whoopi Goldberg | |
জন্ম |
ক্যারিন এলাইন জনসন
(1955-11-13) ১৩ নভেম্বর ১৯৫৫ |
পেশা | অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা ও টেলিভিশন উপস্থাপিকা |
কর্মজীবন | ১৯৮২-বর্তমান |
উপি গোল্ডবার্গ (ইংরেজি: Whoopi Goldberg) নামে পেশাগতভাবে পরিচিত ক্যারিন এলাইন জনসন (জন্ম: ১৩ নভেম্বর ১৯৫৫) হলেন একজন মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা ও টেলিভিশন উপস্থাপিকা। তিনি ১৩টি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং অল্প কয়েকজন বিনোদনদাতাদের একজন, যিনি একটি এমি পুরস্কার, একটি গ্র্যামি পুরস্কার, একটি একাডেমি পুরস্কার ও একটি টনি পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে অভিনয় শাখায় একাডেমি পুরস্কার অর্জন করেছেন।
গোল্ডবার্গ খ্যাতির শিখরে পৌঁছান দ্য কালার পার্পল চলচ্চিত্রে সেলি চরিত্রে অভিনয় করে, এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। ১৯৯০ সালে প্রণয়ধর্মী কাল্পনিক চলচ্চিত্র ঘোস্ট-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন এবং তার দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
বহিঃসংযোগ
- অলমুভিতে উপি গোল্ডবার্গ
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে উপি গোল্ডবার্গ (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে উপি গোল্ডবার্গ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে উপি গোল্ডবার্গ (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে উপি গোল্ডবার্গ (ইংরেজি)
সম্পন্নের সময়কাল ও বছর অনুযায়ী তালিকাভুক্ত করা হল | |
প্রতিযোগিতামূলক |
|
সম্মানসূচক |
|
সাধারণ | |
---|---|
জাতীয় গ্রন্থাগার | |
বৈজ্ঞানিক ডাটাবেজ | |
অন্যান্য |