Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
উম্মে সুলাইম বিনতে মিলহান
রুমাইসা বিনতে মিলহান (রাঃ) বা উম্মে সুলাইম বিনতে মিলহান(রাঃ) মুহাম্মাদ ﷺ এর একজন মহিলা সাহাবা ছিলেন। যিনি আনাস ইবনে মালিকে(রাঃ)র আম্মা ছিলেন।
নাম ও বংশ পরিচয়
রুমাইসা বিনতে মিলহান এর ডাকনাম উম্মে সুলাইম। আর এ নামেই তিনি প্রসিদ্ধ লাভ করেছেন। এছাড়াও তার আসল নাম সম্পর্কে মতভেদ রয়েছে,সেগুলো হলঃ রুমাইসা, সাহলা, রুমাইলা, মুলাইকা। এর মধ্যে রুমাইসা নাম সবচেয়ে গ্রহণযোগ্য।
উম্মে সুলাইম মদীনার খাজরাজ গোত্রের সম্ভ্রান্ত শাখা আদি বিন নাজ্জার শাখার মেয়ে। তার পিতার নাম মিলহান ইবনে খালিদ এবং মাতার নাম মুলাইকা বিনতে মালিক।
ইসলাম গ্রহণ
মুহাম্মাদ ﷺ মদিনায় হিজরতের পূর্বেই মদিনা থেকে কিছু লোক মক্কায় এসে আকাবার প্রথম শপথ করে মদিনায় ফিরে গেলেই উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করে মদিনার প্রাথমিক ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হন।
জীবন বৃত্তান্ত
ইসলাম গ্রহণের পূর্বে প্রথমে মালেক ইবনে নযরের সাথে তার বিবাহ হয়। এই ঘরেই আনাস ইবনে মালিক জন্মগ্রহণ করেন। উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করায় তার স্বামী মালেক ইবনে নাযর ক্ষুব্ধ হয়ে দেশত্যাগ করে সিরিয়ায় চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে আবু তালহা আনসারী উম্মে সুলাইমকে বিয়ে করে ইসলাম গ্রহণ করেন।
আবু তালহা আনসারী এই ঘরে আবু উমাইর জন্ম গ্রহণকরেন এবং ছোট অবস্থায়ই অসুস্থ হয়ে মারা যান। পরবর্তীতে আবদুল্লাহ নামে একটি শিশু জন্মগ্রহণ করে।
চারিত্রিক গুণাবলী
উম্মে সুলাইম বিনতে মিলহান একজন যত্নবান ধৈর্যশীল মা ও নারী ছিলেন। তিনি প্রতিবেশীদের খাবার উপকৌঠন পাঠাতে পছন্দ করতেন। তিনি মুহাম্মাদ ﷺ এর পরিবারের জন্যও খাবার পাঠাতেন। ইবাদত ও আল্লাহ্ভীতিতে তিনি শেষ জীবন অতিবাহিত করেছেন। তিনি তৎকালীন আরব সমাজে একজন বিজ্ঞ ফকিহ ও হাদিস বর্ণনাকারী নারী ছিলেন।
আল্লামা ইবনে আসির তার সম্পর্কে লিখেছেন : তিনি অন্যতম জ্ঞানী মহিলা ছিলেন।
যুদ্ধে অংশগ্রহণ
উম্মে সুলাইম ইবনে মিলহান উহুদ, খায়বার এবং হুনাইন ছাড়াও অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মশক ভরে পানি আনতেন, আহতদের পানি পান করাতেন, ছাতু গুলিয়ে দিতেন, তীর উঠিয়ে দিতেন এবং প্রয়োজনে চিকিৎসার সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতেন।
“ | হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে দাঁড়িয়ে ছিলেন। মুহাম্মাদ ﷺ তাকে জিজ্ঞেস করলেন : “খঞ্জর দিয়ে কি করবে? তিনি বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ! কেন মুশরিক নিকটে এলে তার পেট ফেড়ে ফেলবো। | ” |