Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

কল্পনা চাওলা

Подписчиков: 0, рейтинг: 0
কল্পনা চাওলা
Kalpana Chawla, NASA photo portrait in orange suit.jpg
জন্ম (১৯৬২-০৩-১৭)১৭ মার্চ ১৯৬২
অবস্থা মৃত
মৃত্যু ১ ফেব্রুয়ারি ২০০৩(2003-02-01) (বয়স ৪০)
নাগরিকত্ব  ভারত (১৯৬২-১৯৯১)
 যুক্তরাষ্ট্র (১৯৯১-২০০৩)
মাতৃশিক্ষায়তন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ
ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন
ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডার
পুরস্কার Congressional Space Medal of Honor [১] [২]
মহাকাশযাত্রা
মহাকাশচারী
পূর্বতন পেশা
গবেষক বিজ্ঞানী
মহাকাশে অবস্থানকাল
৩১ দিন ১৪ ঘণ্টা ৫৪ মিনিট
অভিযান এসটিএস-৮৭, এসটিএস-১০৭
অভিযানের প্রতীক
Sts-87-patch.svg STS-107 Flight Insignia.svg

কল্পনা চাওলা (হিন্দি: कल्‍पना चावला, পাঞ্জাবি: ਕਲਪਨਾ ਚਾਵਲਾ) একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্র নভোচারী এবং মহাকাশযান বিশেষজ্ঞ। কলম্বিয়া নভোযান বিপর্যয়ে যে সাতজন মহাকাশচারী এবং ক্রু মৃত্যুবরণ করেন তাদের মধ্যে তিনি একজন। পৃথিবীতে অবতরণ করতে গিয়ে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এই নভোখেয়াযানটি বিধ্বস্ত হয়ে গিয়েছিল।

প্রাথমিক জীবন

কল্পনা চাওলা ১৯৬২ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ ভারতের হরিয়ানা রাজ্যের কারনালে বসবাসকারী এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। কল্পনা তার মাধ্যমিক শিক্ষা সমাপন করেন ঠাকুর বালনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, কারনাল থেকে। এর পরে ১৯৮২ খ্রিষ্টাব্দে তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব প্রকৌশল কলেজ থেকে মহাকাশ প্রকৌশলের ওপর স্নাতকের পাঠ সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে একই মহাকাশ প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর শিক্ষা সমাপ্ত করেন ১৯৮৪ খ্রিষ্টাব্দে। পরবর্তীতে কল্পনা ১৯৮৬ খ্রিষ্টাব্দে ইউনিভার্সিটি অফ কলোরাডো অ্যাট বউল্ডের থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হন।

কর্ম জীবন

১৯৮৮ খ্রিষ্টাব্দে কল্পনা নাসাতে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম মহাকাশ যাত্রা শুরু হয় ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর। তিনিই প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

মৃত্যু

২০০৩ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি মহাকাশ থেকে প্রত্যাবর্তনের সময় কলম্বিয়া স্পেস সাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এক দুর্ঘটনার ফলে সাত জন ক্রুসহ বিধ্বস্ত হয় এবং কল্পনা সহ সকলে মারা যান।

প্রাসঙ্গিক অধ্যয়ন


Новое сообщение