Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
কোলাজেন ইনডাকশন থেরাপি

কোলাজেন ইনডাকশন থেরাপি

Подписчиков: 0, рейтинг: 0

কোলাজেন ইনডাকশন থেরাপি (সিআইটি) মাইক্রোনিডিলিং অথবা ত্বক নিডলাইন হিসেবে পরিচিত, যা হচ্ছে একটি সৌন্দর্য বর্ধন সম্পর্কিত চিকিৎসা পদ্ধতি যেক্ষেত্রে ত্বককে বারবার অতি ক্ষুদ্র, জীবাণুমুক্ত সূঁচ দ্বারা ছিদ্র করা হয়ে থাকে । কোলাজেন ইনডাকশন থেরাপি অন্যান্য যেসব ক্ষেত্রে মাইক্রোনিডিলিং ডিভাইস ত্বকে ব্যবহার করা হয় এমন চিকিৎসা পদ্ধতি যেমন ট্রান্সডার্মাল ড্রাগ প্রয়োগ, টিকা ইত্যাদি থেকে পৃথক করা উচিত । এ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ব্রণের গর্ত, পক্সের দাগ, গর্ভকালীন ফাটা দাগ, চোখের নিচে ফোলাভাব, টাক মাথার চিকিৎসা ইত্যাদি সমস্যার সমাধান করা হয়ে থাকে ।

এটা একটি চিকিৎসা পদ্ধতি যার গবেষণা চলমান অবস্থায় রয়েছে কিন্তু দাগ এবং ব্রণ সহ ত্বকের নানা সমস্যায় চিকিৎসা পদ্ধতিটি ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে ।

পদ্ধতিটির ক্ষেত্রে সাধারণত একটি বিশেষ ডিভাইস বা যন্ত্র যা একটি ম্যানুয়াল ঘূর্ণায়মান ডিভাইস বা একটি স্বয়ংক্রিয় মাইক্রোনিডল স্ট্যাম্পিং ডিভাইস হিসেবে কাজ করতে পারে, ব্যবহৃত হয়ে থাকে । ঘূর্ণায়মান যন্ত্রটি, যা "মাইক্রো রোলার" নামেও পরিচিত ১৯৯০ সালের শেষের দিক হতে ব্যবহৃত হয়ে আসছে এবং বিভিন্ন নামে বাজারজাত করা হয়েছে, যেমন ডার্মারোলার যন্ত্রটি যা হোর্স্ট লেইবল দ্বারা আবিষ্কৃত হয় এবং ২০০০ সালে পেটেন্ট লাভ করে । স্বয়ংক্রিয় মাইক্রোনিডল স্ট্যাম্পিং ডিভাইস, বা "মাইক্রোনিডিলিং পেনস", সাধারণত একটি মোটর দ্বারা চালিত হয় এবং ফ্রিকোয়েন্সি (স্ট্যাম্প/সেকেন্ড) এবং মাইক্রোনিডল বা সুক্ষ সূচগুলোর গভীরতা নিয়ন্ত্রণ করা যেতে পারে । এই "মাইক্রোনিডিলিং পেনগুলো" বিভিন্ন ব্র্যান্ড নাম, যেমন স্কিন পেন, ডার্মাপেন এবং মাইক্রোপেন নামে বাজারজাত করা হয়ে থাকে ।

নোট

  • Fabbrocini G, De Vita V, Pastore F; ও অন্যান্য (এপ্রিল ২০১২)। "Collagen induction therapy for the treatment of upper lip wrinkles"। J Dermatolog Treat23 (2): 144–52। 
  • Majid I (জানুয়ারি ২০০৯)। "Microneedling therapy in atrophic facial scars: an objective assessment"। J Cutan Aesthet Surg2 (1): 26–30। 
  • Doddaballapur S (জুলাই ২০০৯)। "Microneedling with dermaroller"। J Cutan Aesthet Surg2 (2): 110–1। 

Новое сообщение