Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

ক্লোরোফ্লুরোকার্বন

Подписчиков: 0, рейтинг: 0

ক্লোরোফ্লুরোকার্বন

ক্লোরোফ্লুরোকার্বন ( সিএফসি ) এবং হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ( এইচসিএফসি ) হল সম্পূর্ণ বা আংশিকভাবে হ্যালোজেন সংযোগ বিক্রিয়া হাইড্রোকার্বন যাতে কার্বন (সি), হাইড্রোজেন (এইচ), ক্লোরিন (সিএল) এবং ফ্লোরিন (এফ) থাকে, যা মিথেন এবং ইথেন উদ্বায়ী প্রোপেন হিসাবে উৎপাদিত হয়। এগুলো সাধারণত ডুপন্ট ব্র্যান্ড নাম ফ্রেয়ন দ্বারাও পরিচিত।

সবচেয়ে সাধারণ প্রতিনিধি হলো ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন (R-12 বা Freon-12)। অনেক সিএফসি ব্যাপকভাবে শীতলক, প্রোপেল্যান্ট ( অ্যারোসল অ্যাপ্লিকেশনে) এবং দ্রবণ হিসাবে ব্যবহৃত হয়েছে। যেহেতু সিএফসিগুলো উপরের বায়ুমণ্ডলে ওজোনস্তর ক্ষয় অবদান রাখে, তাই মন্ট্রিয়ল চুক্তি অধীনে এই ধরনের যৌগগুলো উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করা হয়েছে এবং সেগুলোকে অন্যান্য পণ্য যেমন হাইড্রোফ্লুরোকার্বন (HFCs) সহ R-410A এবং R-134a দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। .


Новое сообщение