Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
গ্যাভিন ডেনিস ফ্লাড

গ্যাভিন ডেনিস ফ্লাড

Подписчиков: 0, рейтинг: 0
Gavin Flood

জন্ম ১৯৫৪ (বয়স ৬৮–৬৯)
উচ্চশিক্ষায়তনিক কর্ম
প্রধান আগ্রহ Religious studies, tantra, comparative religion, Hinduism
উল্লেখযোগ্য কাজ Introduction to Hinduism (Cambridge University Press 1996), Beyond Phenomenology: Rethinking the Study of religion. (Cassell 1999)

গ্যাভিন ডেনিস ফ্লাড FBA (জন্ম ১৯৫৪) তুলনামূলক ধর্মের একজন ব্রিটিশ পণ্ডিত যিনি শৈবধর্ম এবং ঘটনাবিদ্যায় বিশেষজ্ঞ, তবে গবেষণার আগ্রহের সাথে যা দক্ষিণ এশিয়ার ঐতিহ্যকে বিস্তৃত করে। অক্টোবর ২০০৫ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদে এবং অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিজের একাডেমিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি স্বীকৃত স্বাধীন কেন্দ্র। ২০০৮ সালে ফ্লাডকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু স্টাডিজ এবং তুলনামূলক ধর্মের অধ্যাপকের উপাধি দেওয়া হয়েছিল। ২০১৪ সালে তিনি ব্রিটিশ একাডেমির ফেলো নির্বাচিত হন। ২০১৬ সালে, ফ্লাড সিঙ্গাপুরের ইয়েল-এনইউএস কলেজের তুলনামূলক ধর্মীয় অধ্যয়নের উদ্বোধনী ইয়াপ কিম হাও অধ্যাপক হন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পিয়ন হলের একজন সিনিয়র রিসার্চ ফেলো।

প্রকাশিত কাজ

আরো দেখুন

রেফারেন্স এবং নোট

বহিঃসংযোগ

টেমপ্লেট:Yoga scholars


Новое сообщение