চাকর
চাকর
Подписчиков: 0, рейтинг: 0
চাকর (English: Servant) বা ভৃত্য বলতে বুঝায় যে অন্যের গৃহে গৃহকর্মী হিসোবে কাজ করে। সাধারণত: চাকর আবাসিক সহায়ক হিসাবে নিযুক্ত হয়। কেউ অর্থের বিনিময়ে, কেউ শুধু খাবারের বিনিময়ে কাজ করে থাকে। একজন চাকর দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক ভিত্তিতে অনুযায়ী কাজ করতে পারে।
মূলত একজন চাকর তার মালিকের অধীনে চুক্তি মোতাবেক কাজ করে থাকে। চাকরের বাংলা সমার্থক শব্দ দাস, ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন ইত্যাদি ।