Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
চিয়াং চিং
Spouse of the Paramount leader | |
---|---|
কাজের মেয়াদ October 1, 1949 – September 9, 1976 | |
উত্তরসূরী | Han Zhijun (wife of Hua Guofeng) |
Spouse of the President of the People's Republic of China | |
কাজের মেয়াদ ১ অক্টোবর, ১৯৪৯ – ২৭ এপ্রিল, ১৯৫৯ | |
উত্তরসূরী | ওয়াং গুয়াংমেই |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম |
লি শুমেং ১৯ মার্চ, ১৯১৪ ঝুচেং, শাংডং |
মৃত্যু | মে ১৪, ১৯৯১(1991-05-14) (বয়স ৭৭) বেইজিং |
জাতীয়তা | চীনা |
রাজনৈতিক দল | চীনের কমিউনিস্ট পার্টি |
দাম্পত্য সঙ্গী | পেই মিংলুন (m.1931) তাং না (m.1936) মাও সে তুং (m.1938, wid.1976) |
সম্পর্ক |
ইউ কিওয়েই (partner) Zhang Min (partner) Li Na (daughter) |
Penalty | Capital punishment (defer execution for 2 years)→Life imprisonment |
চিয়াং চিং | |||||||||||
চীনা | 江青 | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
চিয়াং চিং (ইংরেজি: Jiang Qing; ১৯ মার্চ ১৯১৪ – ১৪ মে ১৯৯১) ছিলেন মাওবাদী কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক মহীয়সী নেত্রীর নাম। তিনি চিনের কমিউনিস্ট পার্টির সদস্য এবং সেই পার্টির নেতা মাও সে তুং-এর চতুর্থ স্ত্রী এবং পাশ্চাত্যে ম্যাডাম মাও হিসেবে পরিচিত ছিলেন।
পার্টির সদস্য
চিয়াং চিং ১৯৩১ সালে তিনি কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত বামপন্থী নাট্যদলে যোগদান করেন এবং ১৯৩৩ সালে চীনের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৩৩-এর বসন্তে তাকে সাংহাইতে নিয়োগ করা হয়।
বিবাহ ও সন্তান
১৯৩৮ সালের শেষের দিকে চিয়াং চিং–এর সাথে মাও সে তুং-এর বিয়ে হয়। পরবর্তীতে তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।
ভূমি সংস্কার আন্দোলন ও পার্টির পলিটব্যুরোর সদস্যপদ গ্রহণ
১৯৪৯ সালে চীনা পার্টি ক্ষমতায় এলে কমরেড চিয়াং চিং সাংহাইতে ভূমি সংস্কার কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৯ ও ১৯৭৩ সালে নবম ও দশম কংগ্রেসে পার্টির পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন।
সাংস্কৃতিক বিপ্লব
চিয়াং চিং চীনের সাংস্কৃতিক বিপ্লবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ১৯৬৫ সালে পিকিং-এর মেয়র পেং চেং ২৩টি নিবন্ধ প্রকাশ বন্ধ করে দিলে মাও সেতুংয়ের নির্দেশে চিয়াং চিং, চ্যাং চুন চিয়াও ও ইয়াও ওয়েন উয়ান-এর উদ্যোগে লিখিত প্রবন্ধটি সাংহাই থেকে প্রকাশিত হয়। এই ঘটনার আগে পিকিং-এর মেয়র পেং চেং নতুন অপেরা লেকসাইড ভিলেজ-এর পিকিংয়ে প্রদর্শন বন্ধ করে দিলে চিয়াং চিং সেটিকে সাংহাইতে প্রদর্শন করেন।
মৃত্যু
১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর মাও সেতুং-এর মৃত্যুর পর চিয়াং চিংসহ সাংস্কৃতিক বিপ্লবে মাও-এর প্রধান চার সহযোগী নেতৃত্বকে অভিযুক্ত করে বন্দি করে। ১৯৮০-৮১ সালব্যাপী দুই বছরেরও অধিক সময় বিচার চলার পর ১৯৮১ সালে বিচারে চিয়াং চিং-কে মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৯৮৩ সালে সাজা কমিয়ে সেটিকে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ১৯৯০ সালের ১৪ মে চিয়াং চিং মৃত্যুবরণ করেন।
বহিঃসংযোগ
- Feature on Madame Mao by the International Museum of Women.
- Jiang Qing's tomb.
- Hudong.com, Jian Qing, 84-minute documentary film (on-line, in Chinese)
সম্মানজনক পদবীসমূহ | ||
---|---|---|
নতুন পদবী |
গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির পত্নী ১৯৫৪–১৯৫৯ |
উত্তরসূরী Wang Guangmei |