Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ছাতা
ছাতা, ছত্র, ছত্রী, ছাতি, রোদ বা বৃষ্টি হতে মাথা বাঁচাবার জন্য প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। পরে রংবেরঙের ছাতা কখনো ফ্যাসন কখনো মর্যাদার প্রতীক হিসাবেও বহুভাবে ব্যবহার হয়েছে ।
ছাতার বাঁট
হাতে ধরার দণ্ড। অনেক সময় হাতল ধরার বা ঝুলিয়ে রাখার সুবিধার্থে আঁকশির মত বাঁকা হয়। অনেক ক্ষেত্যে ছাতার বাঁট থাকে না, মাথায় সাঁটানো হয়।
ছাতার উপরের অংশ
- কাপড়ের ছাতা
- তালপাতার ছাতা
- কাঠের ছাতা
হিউয়েন সাঙ ইত্যাদি পরিব্রাজকদের পিঠে বাঁধা ছাতা
ভাঁজ করা ছাতা
ছত্রবাহক
রাজারাজড়াদের সঙ্গে তাদের মাথায় ছাতা ধরে ছত্রবাহক ঘুরত।
বিভিন্নদেশে ছাতা
বাংলাদেশ
বাংলাদেশে আগে কাঠের বাট ও সুতি কাঁপড়ের এক ভাজের ছাতা বিক্রি হতো যা টেকসই। কিন্তু বর্তমানে চীন থেকে আমদানি করা ভাঁজ করা ছাতা বাংলাদেশের স্থানীয় মার্কার নামে বেশি বিক্রি হয়। ভাঁজ করা ছাতার মধ্যে শংকর, এটলাস, মুন, রহমান এর ছাতা বেশি বিক্রি হয়।
ব্যাঙের ছাতা
বেসিডিওমাইসেটস জাতীয় ছত্রাককে ব্যাঙের ছাতা বলা হয়, কারণ এরা দেখতে অনেকটা খোলা ছাতার মত লাগে।
সাহিত্যে ছাতা
কল্পবিজ্ঞানে ছাতা হতে পারে প্যারাশুট, নৌকা ইত্যদি।
শিল্পে ছাতা
Couple under umbrella in snow, Suzuki Harunobu
The parasol is one of the Eight Auspicious Symbols of Tibetan Buddhism.
A painting of Chancellor Pierre Séguier with a parasol hoisted above his head, by Charles Le Brun, 1670
Japanese girl jumps form Kiyomizu-dera, Suzuki Harunobu, 1750
Pierre-Auguste Renoir, Umbrellas, 1883
Woman with a parasol, by Édouard Manet, 1881
Victor Gabriel Gilbert, woman with Japaneses parasol, 1933
আরোও দেখুন
উষ্ণীশ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
গ্রীবায় পরিধেয় | |||||||||
টপস | |||||||||
ট্রাউজার্স | |||||||||
স্যুট ও ইউনিফর্ম |
|||||||||
পোশাক ও গাউন |
|
||||||||
স্কার্ট | |||||||||
অন্তর্বাস ও লাঁজরি |
|
||||||||
কোট ও বহির্বাস |
|
||||||||
রাতের পোশাক | |||||||||
সাঁতারের স্যুট | |||||||||
পাদুকা | |||||||||
পায়ে পরিধান | |||||||||
আনুষঙ্গিক | |||||||||
পোশাক কোড |
|
||||||||
সম্পর্কিত | |||||||||