Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
জনন কোষের টিউমার
জনন কোষের টিউমার | |
---|---|
প্রচলিত জনন কোষের টিউমার সেমিনোমার অণুবীক্ষণচিত্র | |
বিশেষত্ব | ক্যান্সারবিজ্ঞান |
জনন কোষের টিউমার বা বীজ কোষের টিউমার হচ্ছে জনন কোষ থেকে উদ্ভূত নিওপ্লাজম বা টিউমার। এ ধরনের টিউমার ক্যান্সারধর্মী বা বেনাইন হতে পারে। সাধারণ প্রজনন গ্রন্থিতে (ডিম্বাশয় ও শুক্রাশয়) এ ধরনের টিউমার হয়। যে সকল জনন কোষের টিউমার জননাঙ্গের বাইরে সৃষ্টি হয় সেগুলো ভ্রুণীয় বিকাশের সময় ত্রুটির কারণে সৃষ্ট জন্মগত ত্রুটির কারণে হতে পারে।
টিউমারের অবস্থান
নাম অনুসারে এ ধরনের টিউমার ডিম্বাশয় ও শুক্রাশয় ছাড়াও শরীরের অন্যান্য স্থানেও হতে পারে।
- মাথা
- ঘাড়
- মিডিয়াস্টিনাম — সকল জনন কোষের টিউমারের ১ থেকে ৫%
- শ্রোণী, বিশেষ করে সার্কোকক্কিজিয়াল টেরাটোমা
উত্তর আমেরিকায় ডিম্বাশয়ের টিউমারের প্রায় ৩০% জনন কোষের টিউমার প্রকৃতির তবে এর মধ্যে ১ থেকে ৩% ডিম্বাশয়ের ক্যান্সার। বয়স্ক মহিলাদের তুলনায় অল্প বয়স্ক মহিলাদের মধ্যে জনন কোষের টিউমারের হার বেশি। ২১ বয়সের কমবয়সী মহিলাদের ক্ষেত্রে ৬০% ডিম্বাশয়ের টিউমার-ই জনন কোষের টিউমার আর এর এক তৃতীয়াংশ ম্যালিগন্যান্ট। পুরুষের ক্ষেত্রে সচারচর বয়ঃসন্ধির পরে শুক্রাশয়ে জনন কোষের টিউমার দেখা যায় এবং তা ম্যালিগন্যান্ট (শুক্রাশয়ের ক্যান্সার)। নবজাতক, শিশু, ও ৪ বছরের কমবয়সী শিশুদের ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত জনন কোষের টিউমার হচ্ছে সার্কোকক্কিজিয়াল টেরাটোমা।
বহিঃসংযোগ
- হাম্পাথ #২৬৫৮ (প্যাথলজি চিত্র)
- শৈশবকালীন এক্সট্রাক্রেনিয়াল জনন কোষের টিউমার
- এক্সট্রাগন্ডাল জনন কোষের টিউমার
- ডিম্বাশয়ের জনন কোষের টিউমার
- বক্ষপিঞ্জরের প্রাথমিক জনন কোষের টিউমার
- মারাত্মক মিডিয়াস্টিনাল জনন কোষের টিউমার
- Packer RJ, Cohen BH, Cooney K, Coney K (২০০০)। "Intracranial germ cell tumors": 312–20। ডিওআই:10.1634/theoncologist.2000-0312। পিএমআইডি 10964999।
- ক্যান্সার.নেট: জনন কোষের টিউমার
শ্রেণীবিন্যাস | |
---|---|
বহিঃস্থ তথ্যসংস্থান |