Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
জলবসন্ত
Подписчиков: 0, рейтинг: 0
জলবসন্ত | |
---|---|
প্রতিশব্দ | ভারিচেল্লা, ভ্যারিসেলা |
একটি ছেলের গায়ে জলবসন্তের ফোস্কা দেখা যাচ্ছে | |
বিশেষত্ব | সংক্রামক রোগ |
লক্ষণ | কম, চুলকানির ফোস্কা, মাথাব্যথা, ক্ষুধা হ্রাস, ক্লান্তি, জ্বর |
রোগের সূত্রপাত | ১০-২১ দিন পর |
স্থিতিকাল | ৫-১০ দিন |
কারণ | ভ্যারিসেলা জুস্টার ভাইরাস |
প্রতিরোধ | ভ্যারিসেলা ভ্যাকসিন |
ঔষধ | ক্যালামাইন লোশন, প্যারাসিটামল (অ্যাসিটামিনোফেন), আসিক্লোভির |
মৃতের সংখ্যা | প্রতি বছর ৬,৪০০ (শিংলস সহ) |
জলবসন্ত একধরনের অত্যন্ত সংক্রামক ব্যাধি। ভ্যারিসেলা জুস্টার ভাইরাস (varicella zoster) নামক একপ্রকার ভাইরাস দ্বারা এই রোগ সংঘটিত এবং সংক্রামিত হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয়। তবে বয়স্করাও এই রোগে আক্রান্ত হতে পারে। জলবসন্ত একটি ছোঁয়াচে রোগ। কাশি, কফ, ব্যবহৃত জামাকাপড় ইত্যাদি থেকেও এই রোগ ছড়াতে পারে।
লক্ষণ
শুরুর দিকে শরীরে ব্যাথা হয়। জ্বর জ্বর অনূভূত হয়। মাথা ব্যাথা থাকতে এবং পাতলা পায়খানাও হতে পারে। এরপর শরীরে বিভিন্ন জায়গায় গোল গোল ফোঁড়ার মতো উঠতে থাকে। পরবর্তীতে এই ফোড়াগুলোয় পানি জমে। এই কারণেই একে জলবসন্ত বলা হয়। পানির বদলে পুঁজও জমতে পারে।