থমাস হাকল ওয়েলার
Подписчиков: 0, рейтинг: 0
থমাস হাকল ওয়েলার | |
|---|---|
| জন্ম |
(১৯১৫-০৬-১৫)১৫ জুন ১৯১৫ |
| মৃত্যু | ২৩ আগস্ট ২০০৮(2008-08-23) (বয়স ৯৩) |
| জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
| মাতৃশিক্ষায়তন | মিশিগান বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড মেডিকেল স্কুল |
| পরিচিতির কারণ | poliomyelitis viruses |
| পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৪ |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | virology |
থমাস হাকল ওয়েলার একজন মার্কিন ভাইরাসবিদ। ১৯৫৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী
ওয়েলারের জন্ম হয় মিশিগানে এবং সেখানেই শৈশব কাটে। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ১৯৪০ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন।