Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
দ্য সিম্পসন্স
দ্য সিম্পসন্স (ইংরেজি: The Simpsons) একটি মার্কিন এনিমেশনকৃত সিচুয়েশন কমেডি (সিটকম)। ম্যাট গোরিং নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফক্স ব্রডক্যাস্টিং কোম্পানি। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অধিবাসীদের স্বাভাবিক জীবনধারা নিয়ে ব্যাঙ্গাত্মক কাহিনী রচিত হয়েছে। "স্প্রিংফিল্ড" নামক কাল্পনিক শহরে এর চিত্রায়ন করা হয়েছে। মানুষের মানসিক ও বাস্তবিক অবস্থা, মার্কিন সংস্কৃতি এবং সামগ্রিকভাবে সমাজের বিভিন্ন দিকে ইঙ্গিত করা হয়েছে এতে। এই ছবির আপু নাহাসাপিমাপেটিলন চরিত্রটি বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন করা হয়েছে। এই ছবির কেন্দ্রীয় চরিত্রের মধ্যে রয়েছে হোমার সিম্পসন, মার্জ সিম্পসন, বার্ট সিম্পসন, লিসা সিম্পসন, ম্যাগী সিম্পসন, ন্যালসন, মিস্টার বার্নস, মওই, সাইডসো বব, গ্রেম্পা আব্রাহাম সিম্পসন, প্রিন্সিপাল স্কিনার, মিলহাওস, ক্রাস্টি ইত্যাদি।
বহিঃসংযোগ
- TheSimpsons.com Official website
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য সিম্পসন্স (ইংরেজি)
- The Simpsons Archive (See The Simpsons Archive)
- The Simpsons at the Encyclopedia of Television
- The Simpsons Wiki