Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

নার্সিসাস

Подписчиков: 0, рейтинг: 0
কারাভাজ্জিওর আঁকানার্সিসাস নিজের প্রতিচ্ছবির পানে তাকিয়ে আছে

গ্রিকপুরাণ-এর কাহিনী মতে নার্সিসাস বিওশিয়ার থেসপি শহরের এক পুরুষ শিকারী যে নিজ অনুপম সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। সে জলপরী লিরিওপি এবং নদী দেবতা সেফিসাস এর সন্তান। এছাড়াও নোনাস নার্সিসাসকে চন্দ্র দেবী সেলেনা (selene) এবং তার নশ্বর মানব প্রেমিক এনডিমিয়নের (Endymion ) এর সন্তান হিসেবে উল্লেখ করেন ꫰ স্বীয় সৌন্দর্যে সে এত গর্বিত ছিল যে যারা তার প্রেমে পড়ত তাদেরকে সে প্রত্যাখ্যান করে দিত। নেমেসিস তার এ অহংকার দেখে নার্সিসাসকে একটি পুকুরের দিকে আকৃষ্ট করে। পুকুরে নার্সিসাস নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে তার প্রেমে পড়ে যায়। এটি যে কেউ নয়, তার নিজেরই প্রতিচ্ছবি মাত্র, তা সে বুঝতে পারে না। সে হাত বাড়িয়ে প্রতিবিম্বটি ধরতে চাইলে তা পানিতে হারিয়ে যায়। নিজের সৌন্দর্যের মায়া কাটাতে না-পেরে একসময় সে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে। মৃত্যু পর্যন্ত সে প্রতিচ্ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। নার্সিসাসের এই স্বভাব থেকে ‘আত্মকেন্দ্রিকতা’ বা ‘আত্মপ্রেম’ বোঝাতে ‘‘নার্সিসিজম’’ শব্দটি চালু হয়েছে।

দৃশ্য শিল্প

নার্সিসাস অনেক শিল্পীর কাছে শিল্পকর্মের প্রিয় একটি বিষয়। এদের মধ্যে আছেন Caravaggio, Poussin, Turner, দালি, জন উইলিয়াম ওয়াটারহাউস, গুইলো কার্পিয়োনি, লুই জঁ ফ্রাঁসোয়া লাগরিনি, এবং জ্যান রুজ

ভাস্কর যেমন পল ডুবোয়া, জন গিবসন, অঁরি-লিও গ্রেব্যা এবং হিউজার নেজারের মতো ভাস্করেরা নার্সিসাসের কল্পিত প্রতিমূর্তি নির্মাণ করেছেন।

আধুনিক উৎস

বহিঃসংযোগ


Новое сообщение