Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ন্যাফথালিন
| |||
নামসমূহ | |||
---|---|---|---|
ইউপ্যাক নাম
Bicyclo[4.4.0]deca-1,3,5,7,9-pentene
| |||
পদ্ধতিগত ইউপ্যাক নাম
Bicyclo[4.4.0]deca-1,3,5,7,9-pentene; Bicyclo[4.4.0]deca-2,4,6,8,10-pentene | |||
অন্যান্য নাম
হোয়াইট টার, মথবলস, মথ ফ্লেকস, ক্যামফোর টার, টার ক্যামফোর, এন্টিমাইট, এলবোকার্বন
| |||
শনাক্তকারী | |||
|
|||
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|||
সিএইচইবিআই | |||
সিএইচইএমবিএল | |||
কেমস্পাইডার |
|
||
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০০১.৮৬৩ | ||
ইসি-নম্বর | |||
কেইজিজি |
|
||
পাবকেম CID
|
|||
আরটিইসিএস নম্বর |
|
||
ইউএনআইআই |
|
||
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|||
| |||
| |||
বৈশিষ্ট্য | |||
C10H8 | |||
আণবিক ভর | ১২৮.১৭ g·mol−১ | ||
বর্ণ | সাদা দানাদার স্ফটিক | ||
গন্ধ | Strong odor of coal tar | ||
ঘনত্ব | 1.145 g/cm3 (15.5 °C) 1.0253 g/cm3 (20 °C) 0.9625 g/cm3 (100 °C) |
||
গলনাঙ্ক | ৭৮.২ °সে (১৭২.৮ °ফা; ৩৫১.৩ K) | ||
স্ফুটনাঙ্ক | ২১৭.৯৭ °সে (৪২৪.৩৫ °ফা; ৪৯১.১২ K) | ||
19 mg/L (10 °C) 31.6 mg/L (25 °C) 43.9 mg/L (34.5 °C) 80.9 mg/L (50 °C) 238.1 mg/L (73.4 °C) |
|||
দ্রাব্যতা | Soluble in alcohols, liquid ammonia, carboxylic acids, C6H6, SO2,CCl4, CS2, toluene, aniline | ||
দ্রাব্যতা in ethanol | 5 g/100 g (0 °C) 11.3 g/100 g (25 °C) 19.5 g/100 g (40 °C) 179 g/100 g (70 °C) |
||
দ্রাব্যতা in acetic acid | 6.8 g/100 g (6.75 °C) 13.1 g/100 g (21.5 °C) 31.1 g/100 g (42.5 °C) 111 g/100 g (60 °C) |
||
দ্রাব্যতা in chloroform | 19.5 g/100 g (0 °C) 35.5 g/100 g (25 °C) 49.5 g/100 g (40 °C) 87.2 g/100 g (70 °C) |
||
দ্রাব্যতা in hexane | 5.5 g/100 g (0 °C) 17.5 g/100 g (25 °C) 30.8 g/100 g (40 °C) 78.8 g/100 g (70 °C) |
||
দ্রাব্যতা in butyric acid | 13.6 g/100 g (6.75 °C) 22.1 g/100 g (21.5 °C) 131.6 g/100 g (60 °C) |
||
লগ পি | 3.34 | ||
বাষ্প চাপ | 8.64 Pa (20 °C) 23.6 Pa (30 °C) 0.93 kPa (80 °C) 2.5 kPa (100 °C) |
||
কেএইচ | 0.42438 L•atm/mol | ||
Thermal conductivity | 98 kPa: 0.1219 W/m•K (372.22 K) 0.1174 W/m•K (400.22 K) 0.1152 W/m•K (418.37 K) 0.1052 W/m•K (479.72 K) |
||
প্রতিসরাঙ্ক (nD) | 1.5898 | ||
সান্দ্রতা | 0.964 cP (80 °C) 0.761 cP (100 °C) 0.217 cP (150 °C) |
||
গঠন | |||
স্ফটিক গঠন | Monoclinic | ||
Space group | P21/b | ||
Point group | C5 2h |
||
Lattice constant | |||
তাপ রসায়নবিদ্যা | |||
তাপ ধারকত্ব, C | 165.72 J/mol•K | ||
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
167.39 J/mol•K | ||
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
78.53 kJ/mol | ||
গিবসের মুক্ত শক্তি (ΔfG˚)
|
201.585 kJ/mol | ||
দহনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔcH |
5156.3 kJ/mol | ||
ঝুঁকি প্রবণতা | |||
প্রধান ঝুঁকিসমূহ | Flammable, sensitizer, possible carcinogen. Dust can form explosive mixtures with air | ||
জিএইচএস চিত্রলিপি | |||
জিএইচএস সাংকেতিক শব্দ | বিপদজনক | ||
জিএইচএস বিপত্তি বিবৃতি | H228, H302, H351, H410 | ||
জিএইচএস সতর্কতামূলক বিবৃতি | P210, P273, P281, P501 | ||
এনএফপিএ ৭০৪ | |||
ফ্ল্যাশ পয়েন্ট | ৮০ °সে (১৭৬ °ফা; ৩৫৩ K) | ||
৫২৫ °সে (৯৭৭ °ফা; ৭৯৮ K) | |||
বিস্ফোরক সীমা | 5.9% | ||
Threshold Limit Value | 10 ppm (TWA), 15 ppm (STEL) | ||
প্রাণঘাতী ডোজ বা একাগ্রতা (LD, LC): | |||
LD৫০ (মধ্যমা ডোজ)
|
2000 mg/kg (rats, oral) | ||
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |||
না যাচাই করুন (এটি কি Yনা ?) | |||
তথ্যছক তথ্যসূত্র | |||
ন্যাপথালিন একটি রাসায়নিক পদার্থ। দশটি কার্বন পরমাণুর সাথে আটটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ন্যাপথালিন অণু গঠিত হয়। ন্যাফথ্যালিনের রাসায়নিক সংকেত C10H8। এটি একটি উর্ধ্বপাতিত পদার্থ । এটা সরলতম পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা সাদা দানাদার স্ফটিক এবং উগ্র গন্ধযুক্ত। কয়েকটি বেনজিন চক্র পরস্পর যুক্ত হয়ে ন্যাফথ্যালিন গঠন করে বলে একে পলিসাইক্লিক যৌগ বলা হয়। একদা পতঙ্গ গোলা বা মথ বল হিসেবে এটি বহুল ব্যবহৃত হত।
ইতিহাস
১৮২০ সালের প্রথম দিকে দুটো আলাদা প্রতিবেদনে প্রকাশিত হয় কোল টারের পাতনে উগ্র গন্ধযুক্ত সাদা কঠিন পদার্থ পাওয়া যায়। ১৮২১ সালে রসায়নবিদ জন কিড এই দুটি রিপোর্টের উপর আলোচনা করেন, এই পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য এবং উৎপাদন সম্পর্কে বর্ণনা করেন। তিনি এটার নাম ন্যাপথ্যালিন প্রস্তাব করেন। কারণ এটা এক ধরনের ন্যাপথা থেকে তৈরী হয়। ১৮২৬ সালে মাইকেল ফ্যারাডে ন্যাপথালিনের রাসায়নিক ফর্মুলা নির্ণয় করেন। ১৮৬৬ সালে এমিল আর্লেনমায়ার সংযুক্ত দুটি বেনজিন চক্রসহ গাঠনিক সংকেত প্রস্তাব করেন। তিনবছর বাদে কার্ল গ্রাব এই গঠন নিশ্চিত করেন।
গঠন এবং সক্রিয়তা
একটি ন্যাপথ্যালিন অনুতে দুইটি বেনজিন রিং পাশাপাশি সংযুক্ত থাকে। ন্যাপথ্যালিনকে বেনজিনয়েড পলিসাইক্লিক এরোমেটিক হাইড্রোকার্বন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়।
বেনজিনের মত ন্যাপথ্যালিন ইলেকট্রনাকর্ষী এরোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
প্রতিস্থাপিত জাতকসমূহ
উৎপাদন
অন্যান্য উৎস
কোলটারের পাশাপাশি গাঁদাফুল ,বিশেষ ধরনের হরিণ থেকে সামান্য পরিমাণে ন্যাপথ্যালিন তৈরী করা হয়। এন্ডোফাইটিক ছত্রাক মুসকোডার এলবাস ন্যাপথ্যালিন উৎপন্ন করে
ইন্টার স্টেলার মাধ্যমে ন্যাপথালিন
ব্যবহার
রাসায়নিক অন্ত:মর্ধক হিসেবে
রাসায়নিক বিক্রিয়ার জন্য দ্রাবক হিসেবে
ওয়েটিং এজেন্ট এবং সারফ্যাক্ট্যান্ট
ফিউমিগ্যান্ট হিসেবে
বিবিধ ব্যবহার
ন্যাপথালিন জীবাণু নাশক ও পতঙ্গ নাশক হিসেবে ব্যবহৃত হয়।
স্বাস্থ্য ঝুঁকি
ন্যাপথলিন মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। সামান্য পরিমান ন্যাথলিনও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
রেগুলেশান
আরো পড়ুন
তথ্য উৎস
বহি:সংযোগ
- Mothballs Case Profile—National Pesticide Information Center
- Naphthalene—EPA Air Toxics Web Site
- Naphthalene (PIM 363)—mostly on toxicity of naphthalene
- Naphthalene—CDC – NIOSH Pocket Guide to Chemical Hazards
- Pesticide Properties Database (PPDB) record for Naphthalene