Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
পচনশীল ক্ষত
পচনশীল ক্ষত (গ্যাংরিন) | |
---|---|
প্রতিশব্দ | গ্যাংরিনাস নেক্রোসিস |
প্রান্তিক ধমনী রোগের ফলে শুষ্ক পচনশীল ক্ষত পায়ের আঙ্গুলকে প্রভাবিত করছে। | |
বিশেষত্ব | সংক্রামক রোগ, সার্জারি |
লক্ষণ | লাল বা কালোতে ত্বকের রঙ পরিবর্তন, অস্থিরতা, ব্যথা, ত্বক ভাঙ্গন, শীতলতা |
জটিলতা | রক্তে জীবাণুদূষণ, অঙ্গকর্তন |
প্রকারভেদ | শুষ্ক, আর্দ্র, গ্যাসীয়, অভ্যন্তরীণ, পচনকারক আস্তবিপ্রদাহ ] |
ঝুঁকির কারণ | মধুমেহ রোগ, প্রান্তিক ধমনী রোগ, ধূমপান, প্রধান ট্রমা, অ্যালকোহল আসক্তি, মহামারী, এইচআইভি/এইডস, হিমক্ষত, রেনোর সংলক্ষণ |
রোগনির্ণয়ের পদ্ধতি | লক্ষণের উপর ভিত্তি করে, অন্তর্নিহিত কারণ শনাক্ত করতে মেডিকেল ইমেজিং ব্যবহৃত হয় |
চিকিৎসা | অন্তর্নিহিত কারণের উপর ভিত্তি করে |
আরোগ্যসম্ভাবনা | নির্ভর করে |
সংঘটনের হার | অজানা |
পচনশীল ক্ষত বা গ্যাংরিন একটি গুরুতর ও সম্ভাব্য প্রাণঘাতী অসুস্থতা যা রক্ত সরবরাহের অভাবে দেহের কোনও অঙ্গের কলামৃত্যু হলে সংঘটিত হয়। কোন আঘাত বা সংক্রমণের ফলে অথবা রক্ত সঞ্চালনের কোনো দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগার ফলে এটি হতে পারে। পচনশীল ক্ষতের প্রাথমিক কারণ দেহকলাতে রক্ত সঞ্চালন কমে যাওয়া, যার ফলে কোষের মৃত্যু ঘটে। মধুমেহ রোগ (ডায়াবেটিস) ও দীর্ঘমেয়াদী ধূমপান পচনশীল ক্ষতের ঝুঁকি বৃদ্ধি করে।
বিভিন্ন ধরনের পচনশীল ক্ষত বিদ্যমান যেমন শুষ্ক পচনশীল ক্ষত, আর্দ্র পচনশীল ক্ষত, গ্যাসীয় পচনশীল ক্ষত, অভ্যন্তরীণ পচনশীল ক্ষত এবং পচনকারক আস্তবিপ্রদাহ (নেক্রোটাইজিং ফেসসিটিস)। আক্রান্ত শরীরের চিকিৎসা গুলো হল অ্যান্টিবায়োটিক, রক্তনালী সার্জারি, ম্যাগগট থেরাপি বা হাইপারবারিক অক্সিজেন থেরাপি।
চিত্র
Dry gangrene with dead toes and visible bone of 85-year-old female (left leg)
Severe infection – wet gangrene in center
Diabetic ulceration with central "dry" gangrene and, toward the edges, wet gangrene with some ascending cellulitis