Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
পাঁচ উইকেট শিকার
Другие языки:

পাঁচ উইকেট শিকার

Подписчиков: 0, рейтинг: 0
লর্ডস অনার্স বোর্ড - লর্ডসে ইংরেজদের পাঁচ বা দশ উইকেট শিকারের স্মরণে তৈরী তালিকা।

ক্রিকেটে, পাঁচ উইকেট শিকার (এছাড়াও "ফাইভ-ফর" বা "ফাইফার" নামেও পরিচিত) হল যখন একজন বোলার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেয়। ক্রিকেট সমালোচকরা এটিকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসাবে বিবেচনা করেন।

লর্ডসে পাঁচ উইকেট শিকার করলে বোলার লর্ডস অনার বোর্ডে জায়গা পান।

রেকর্ড

২০২১ সাল পর্যন্ত, মাত্র নয়জন ক্রিকেটার খেলার তিনটি আন্তর্জাতিক ফরম্যাটেই (টেস্ট ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক) পাঁচ উইকেট শিকার করেছেন। তারা হলেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস এবং লাসিথ মালিঙ্গা, ভারতীয় ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব, নিউজিল্যান্ডীয় টিম সাউদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, বাংলাদেশি সাকিব আল হাসান, পাকিস্তানি উমর গুল এবং আফগান রশীদ খান

২০১৮ সালে, আফগান ক্রিকেটার মুজিব জাদরান, ১৬ বছর বয়সে ওডিআইতে পাঁচ উইকেট শিকার করেন এবং কনিষ্ঠতম বোলার হিসেবে পাঁচ উইকেট শিকারের রেকর্ড করেন। ২০১৯ সালে, পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ, ১৬ বছর বয়সে, টেস্ট ম্যাচে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেট নিয়েছিলেন। আফগান ক্রিকেটার রশিদ খান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে পাঁচ উইকেট শিকার করেছেন; সে সময় তার বয়স ছিল ১৮ বছর।

শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি ৬৭ বার পাঁচ উইকেট শিকার করেছেন, এবং পাকিস্তানি ওয়াকার ইউনিস ১৩ বার ওয়ানডেতে পাঁচ উইকেট শিকার করে তালিকায় সবার উপরে অবস্থান করছেন।টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের রেকর্ড দুটি, যা সাত ক্রিকেটার অর্জন করেছেন।

ক্রিকেটের তিনটি আন্তর্জাতিক সংস্করণে পাঁচ-উইকেট নেওয়া বোলারদের তালিকা

২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, মাত্র ১০ জন খেলোয়াড় ক্রিকেটের তিনটি আন্তর্জাতিক সংস্করণে পাঁচ-উইকেট নিয়েছেন।

ছুরি নির্দেশ করে যে উক্ত খেলোয়াড় এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

নং বোলার টেস্ট ওডিআই টি২০আই সূত্র
প্রথম ৫উই শিকার ৫উই প্রথম ৫উই শিকার ৫উই প্রথম ৫উই শিকার ৫উই
নিউজিল্যান্ড টিম সাউদি ছুরি ৫/৫৫ বনাম  ইংল্যান্ড (২২ মার্চ ২০০৮) ১৪ ৫/৩৩ বনাম  পাকিস্তান (২২ জানুয়ারি ২০১১) ৫/১৮ বনাম  পাকিস্তান (২৬ ডিসেম্বর ২০১০)
শ্রীলঙ্কা অজন্তা মেন্ডিস ৬/৯৯ বনাম  বাংলাদেশ (৪ ফেব্রুয়ারি ২০১৪) ৬/১৩ বনাম  ভারত (৬ জুলাই ২০০৮) ৬/৮ বনাম  জিম্বাবুয়ে (১৮ সেপ্টেম্বর ২০১২)
শ্রীলঙ্কা লাসিথ মালিঙ্গা ৫/৮০ বনাম  নিউজিল্যান্ড (৪ এপ্রিল ২০০৫) ৫/৩৪ বনাম  পাকিস্তান (১৫ জুন ২০১০) ৫/৩১ বনাম  ইংল্যান্ড (১ অক্টোবর ২০১২)
ভারত ভুবনেশ্বর কুমার ছুরি ৬/৮২ বনাম  ইংল্যান্ড (৯ জুলাই ২০১৪) ৫/৪২  শ্রীলঙ্কা (৩ সেপ্টেম্বর ২০১৭) ৫/২৪ বনাম  দক্ষিণ আফ্রিকা (১৮ ফেব্রুয়ারি ২০১৮)
পাকিস্তান উমর গুল ৫/৩১ বনাম  ভারত (৫ এপ্রিল ২০০৪) ৫/১৭ বনাম  বাংলাদেশ (১৩ সেপ্টেম্বর ২০০৩) ৫/৬ বনাম  নিউজিল্যান্ড (১৩ জুন ২০০৯)
দক্ষিণ আফ্রিকা ইমরান তাহির ৫/৩২ বনাম  পাকিস্তান (২৩ অক্টোবর ২০১৩) ৫/৪৫ বনাম  ওয়েস্ট ইন্ডিজ (২৭ ফেব্রুয়ারি ২০১৫) ৫/২৪ বনাম  নিউজিল্যান্ড (১৭ ফেব্রুয়ারি ২০১৭)
ভারত কুলদীপ যাদব ছুরি ৫/৫৭ বনাম  ওয়েস্ট ইন্ডিজ (৪ অক্টোবর ২০১৮) ৬/২৫ বনাম  ইংল্যান্ড (১২ জুলাই ২০১৮) ৫/২৪ বনাম  ইংল্যান্ড (৩ জুলাই ২০১৮)
বাংলাদেশ সাকিব আল হাসান ছুরি ৭/৩৬ বনাম  নিউজিল্যান্ড (১৭ অক্টোবর ২০০৮) ১৮ ৫/৪৭ বনাম  জিম্বাবুয়ে (৭ নভেম্বর ২০১৫) ৫/২০ বনাম  ওয়েস্ট ইন্ডিজ (২০ ডিসেম্বর ২০১৮)
আফগানিস্তান রশীদ খান ছুরি ৫/৮২ বনাম  আয়ারল্যান্ড (১৫ মার্চ ২০১৯) ৬/৪৩ বনাম  আয়ারল্যান্ড (১৭ মার্চ ২০১৭) ৫/৩ বনাম  আয়ারল্যান্ড (১০ মার্চ ২০১৭)
১০ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জেসন হোল্ডার ছুরি ৫/৩০ বনাম  পাকিস্তান (৩০ অক্টোবর ২০১৬) ৫/২৭ বনাম  ভারত (২ জুলাই ২০১৭) ৫/২৭ বনাম  ইংল্যান্ড (৩০ জানুয়ারি ২০২২)

Новое сообщение