Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
পানিবাহিত রোগ
অপরিশুদ্ধ পানি পান করার মাধ্যমে অথবা সেই পানি রন্ধন ইত্যাদি কার্যে ব্যবহার করার ফলে যে ধরনের ব্যাধি সংক্রামিত হয়ে থাকে তাকেই বলা হয় পানিবাহিত রোগ বা জলবাহিত রোগ। এই ধরনের অসুখ সাধারণত পানিতে বিচরণশীল রোগসৃষ্টিকারী জীবাণুদের দ্বারা সংঘটিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে প্রত্যেক বছর পৃথিবীতে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হল পানিবাহিত রোগ। সমীক্ষায় দেখা গেছে যে এই রোগ সংক্রমণের মূল কারণ হল উন্নয়নশীল দেশগুলিতে অপরিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিচ্ছনতার অভাব। এর ফলে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাধিক্য লক্ষ্যণীয়। কেবল তাই নয়, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের প্রায় সকল উন্নয়নশীল দেশের গ্রামাঞ্চলে স্বাস্থ্যসচেতনতার প্রভূত অভাব পরিলক্ষিত হয়। সাধারণত উক্ত অঞ্চলসমূহের মানুষ বিভিন্ন জলাশয়ের পানি পান করে থাকে এবং রন্ধনকার্যেও তা ব্যবহার করে। আবার স্নান, কাপড় কাঁচা এবং গবাদি পশুর স্নানাদিও সেই একই জলাশয়ে সম্পন্ন হয়ে থাকে। ফলত জলাশয়ের পানি দূষিত হয় এবং সেই পানি মানবশরীরে প্রবেশ করার ফলে বিবিধ প্রকার পানিবাহিত রোগও দূষিত পানির মাধ্যমে মানবদেহে সংক্রামিত হয়। এইভাবে এইসমস্ত অঞ্চলের মানুষদের মধ্যে আন্ত্রিক, ইত্যাদি রোগের প্রকোপ বৃদ্ধি পায়।
বহিঃসংযোগ
- ICS 91.140.60 Water supply systems - A series of the ISO standards
- World Health Organization
- Water-related Diseases, Contaminants, and Injuries Listing of water-related diseases, contaminants and injuries with alphabetical index, listing by type of disease (bacterial, parasitic, etc.) and listing by symptoms caused (diarrhea, skin rash, and many more ) including links to other resources (CDC's Healthy Water site)
- Center for Diseases Control U.S.
- [১] gives a rating of water safety worldwide
- Genome information on Shigella and Salmonella is available at the NIAID PathoSystems Resource Integration Center (PATRIC)
সংক্রামক রোগ বিষয়ক ধারণাসমূহ
| |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
নিয়ামক |
|
||||||||||
সংবহন |
|
||||||||||
প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাদি |
|
||||||||||
উদীয়মান সংক্রমণ | |||||||||||
বিবিধ |