Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
প্রাট
Подписчиков: 0, рейтинг: 0
প্রাট (Praat) | |
রক্ষণাবেক্ষণকারী: | পাউল বোয়ার্সমা (Paul Boersma) এবং ডেভিড উইনিংক (David Weenink), ধ্বনিতত্ত্ব ইন্সটিটিউট, আমস্টারডাম বিশ্ববিদ্যালয় |
অপারেটিং সিস্টেম: | উইন্ডোজ, লিনাক্স, ম্যাকিন্টশ, ফ্রিবিএসডি, সোলারিস |
ব্যবহার: | বিজ্ঞান সফটওয়্যার |
লাইসেন্স: | গনু |
ওয়েবসাইট: | http://www.praat.org/ |
প্রাট (Praat) একটি বৈজ্ঞানিক কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম যা ধ্বনিতত্ত্বে উক্তি বিশ্লেষণে ব্যবহৃত হয়। এটি একটি মুক্ত সফটওয়্যার। আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয়ের পাউল বোয়ার্সমা ও ডেভিড উইনিংক এটি ডিজাইন করেন ও এর ক্রমোন্নতি সাধন করে চলেছেন। প্রোগ্রামটি বিভিন্ন অপারেটিং সিস্টেমের অধীনে কাজ করে, যাদের মধ্যে আছে বিভিন্ন সংস্করণের ইউনিক্স, ম্যাক ওএস, ও মাইক্রোসফট উইন্ডোজ। প্রোগ্রামটির সাহায্যে উক্তি সংশ্লেষণ (এবং উচ্চারণগত সংশ্লেষণ) করা সম্ভব।
বহিঃসংযোগ
- Praat: doing Phonetics by Computer — দাপ্তরিক সাইট
- Praat Language Lab - শিক্ষক ও ছাত্রদের প্রাট ব্যবহার করা শেখানোর সাইট।