Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ফলিকল উদ্দীপক হরমোন
গ্লাইকোপ্রটিন হরমোন,আলফা পলিপেপটাইড | |
---|---|
শনাক্তকারী | |
চিহ্ন | CGA |
এন্ত্রেজ | 1081 |
হুগো | 1885 |
ওএমআইএম | 118850 |
RefSeq | NM_000735 |
UniProt | P01215 |
অন্যান্য উপাত্ত | |
Locus | Chr. 6 q14-q21 |
ফলিকল উদ্দীপক হরমোন,বেটা পলিপেপটাইড | |
---|---|
শনাক্তকারী | |
চিহ্ন | FSHB |
এন্ত্রেজ | 2488 |
হুগো | 3964 |
ওএমআইএম | 136530 |
RefSeq | NM_000510 |
UniProt | P01225 |
অন্যান্য উপাত্ত | |
Locus | Chr. 11 p13 |
ফলিকল উদ্দীপক হরমোন বা FSH মানুষ এবং অন্যান্য প্রাণির দেহে পাওয়া যায়।এটি অগ্র পিটুইটারি লোবের গোনাডোট্রফ থেকে নিঃসৃত হয়। FSH এবং LH(লুটিনাইজিং হরমোন) একত্রে প্রজননে সহায়তা করে।
গঠন
ফলিকল উদ্দীপক হরমোন গাঠনিক দিক থেকে একটি গ্লাইকোপ্রোটিন হেটেরোডাইমার ,যার দুটি পলিপেপটাইড চেইন আছে - আলফা এবং বিটা।এর গঠন লুটিনাইজিং হরমোন,থাইরয়েড উদ্দীপক হরমোনদের মতই।এদের গ্লাইকোপ্রোটিনের আলফা চেইনে প্রায় ৯৬টি অ্যামিনো এসিড আছে,যেখানে বিটা চেইনে অ্যামিনো এসিডের সংখ্যা পরিবর্তনশীল। ফলিকল উদ্দীপক হরমোনের বিটা চেইনে ১১১টি অ্যামিনো এসিড আছে।
কাজ
ফলিকল উদ্দীপক হরমোন মানবদেহের প্রজনন তন্ত্রের বিকাশ,বৃদ্ধি ও গঠনে সহায়তা করে।
- নারী ও পুরুষ উভয়ের জনন কোষ পূর্ণতা প্রাপ্তিতে উদ্দীপনা দেয়।
- পুরুষদেহের সারটলি কোষে অ্যান্ড্রোজেন আবদ্ধ প্রোটিন ক্ষরণে উদ্দীপক হিসেবে কাজ করে।
Woman::::::: i) ডিম্বাশয় এর ওপর ক্রিয়া করে আদি ডিম্ব থলিকে পরিণত ডিম্ব থলি বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত করে ii) গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ সাহায্য করে।
পুরুষ :::::::: পুরুষ দেহে শুক্রাশয়ের শুক্রাণু উৎপাদক নালিকার পরিস্ফুরণ এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে।
রোগ
অতিরিক্ত FSH
অতিরিক্ত ফলিকল উদ্দীপক হরমোন বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে। এছাড়াও নারী ও পুরুষের যৌন চাহিদার হ্রাস ঘটাতে পারে ।
স্বল্প FSH
অল্প পরিমান ফলিকল উদ্দীপক হরমোন বান্ধ্যত সৃষ্টি করতে পারে । নারীদের গর্ভবতী হতে বাধা সৃষ্টি করে । পুরুষের ফলিকল উদ্দীপক হরমোন এর অভাবে যৌন চাহিদার অভাব দেখা দিতে পারে । শিশুদের ক্ষেত্রে বয়ঃসন্ধি কাল শুরু হতে অনেক দেরি হতে পারে ।