Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
বনরুই
বনরুই আঁশযুক্ত পিঁপড়াভুক সময়গত পরিসীমা: প্যালিওজিন–বর্তমান | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
অধঃশ্রেণী: | Eutheria |
মহাবর্গ: | Laurasiatheria |
বর্গ: |
ফোলিডোটা Weber, 1904 |
পরিবার: |
ম্যানিডি Gray, 1821 |
গণসমূহ | |
| |
বনরুই (ইংরেজি: Pangolin) ফোলিডোটা বর্গের আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। মুখে দাঁত না থাকায় পূর্বে দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীদের দলে অন্তর্ভুক্ত করা হতো। কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফোলিডোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার একমাত্র সদস্য বনরুই।পিঁপড়া ও পিঁপড়াজাতীয় প্রাণী খায় বলে আঁশযুক্ত পিঁপড়াভুক নামেও পরিচিত।
নাম
আঁশযুক্ত শরীর ও মৎসাকৃতি গঠনে বনজঙ্গলে চলাফেরা করা রুই মাছের মতো লাগাতে এদেরকে বনরুই বলা হয়ে থাকে। এরা বিপদের আভাস পেলে নিজের শরীর গুটিয়ে নেয় বলে মালয় ভাষায় এদের বলে "পেঙ্গুলিং" - যেখান থেকে এসেছে এদের ইংরেজি নাম প্যাঙ্গোলিন।
প্রজাতি
বনরুই এশিয়া মহাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। পৃথিবীতে ৭ প্রজাতির বনরুই রয়েছে, তন্মধ্যে এশিয়ায় আছে ৪ প্রজাতির। এশীয় বনরুইদের ৩ প্রজাতিই বাংলাদেশে পাওয়া যায়।
- বর্গ ফোলিডোটা PHOLIDOTA
-
পরিবার ম্যানিডি Manidae
-
উপপরিবার ম্যানিনি Maninae
-
গণ ম্যানিস Manis (এশীয় বনরুই)
- দেশি বনরুই (Indian Pangolin Manis crassicaudata)
- চায়না বনরুই (Chinese Pangolin Manis pentadactyla)
- মালয়ী বনরুই (Sunda Pangolin Manis javanica)
- ফিলিপাইন বনরুই (Philippine Pangolin Manis culionensis)
-
গণ ম্যানিস Manis (এশীয় বনরুই)
- উপপরিবার স্মুটসিনি Smutsiinae (আফ্রিকান বনরুই)
- গণ ফ্যাটাজিনাস Phataginus
- সাদাপেট বনরুই (Tree Pangolin Phataginus tricuspis)
- লম্বালেজি বনরুই/কালোপেট বনরুই (Long-tailed Pangolin Phataginus tetradactyla)
- গণ স্মুটসিয়া Smutsia
- বৃহৎ বনরুই (Giant Pangolin Smutsia gigantea)
- টেম্মিঙ্কের বনরুই (Ground Pangolin Smutsia temmincki)
- গণ ফ্যাটাজিনাস Phataginus
-
উপপরিবার ম্যানিনি Maninae
-
পরিবার ম্যানিডি Manidae
বহিঃসংযোগ
- Pangolin: Wildlife summary from the African Wildlife Foundation
- A photograph of a pangolin
- Tree of Life of Pholidota ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ এপ্রিল ২০২১ তারিখে
- National Geographic video of a Pangolin
- Pangolin rituals in Tanzania
- Proceedings of the Workshop on Trade and Conservation of Pangolins Native to south and Southeast Asia (PDF)