Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
বহুমূত্ররোগজনিত সংজ্ঞাহীনতা
বহুমূত্ররোগজনিত সংজ্ঞাহীনতা
Подписчиков: 0, рейтинг: 0
বহুমূত্ররোগজনিত সংজ্ঞাহীনতা | |
---|---|
বিশেষত্ব | অন্তঃক্ষরা গ্রন্থিবিজ্ঞান |
বহুমূত্ররোগজনিত সংজ্ঞাহীনতা বা ইংরেজিতে ডায়াবেটিক কোমা হচ্ছে বহুমূত্ররোগ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে হওয়া এক ধরনের সংজ্ঞাহীন বা অচেতন অবস্থা। এ ধরনের শারীরিক অবস্থায় জরুরী চিকিৎসা প্রদান করার প্রয়োজন।
এখন পর্যন্ত তিন ধরনের ডায়াবেটিক কোমা নির্ণয় করা হয়েছে।
- বহুমূত্ররোগে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত কমে যাওয়া
- বহুমূত্রজনিত কিটোঅ্যাসিড আধিক্যের (সাধারণত টাইপ ১ ডায়াবেটিসের ক্ষেত্রে) অবস্থা এতোটাই মারাত্মক পর্যায়ে চলে যাওয়া যার ফলে রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাওয়ায়, পানিশূন্যতা ও শক, এবং অবসন্নতার সংমিশ্রতায় রোগী অচেতন হয়ে পড়ে।
- হাইপারঅসমোলার ননকিটোটিক কোমা (সাধারণত টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে), যেক্ষেত্রে শরীরে শর্করার পরিমাণ ও পানিশূন্যতা এতোটাই বেড়ে যায় যে তাতে রোগী জ্ঞান হারিয়ে ফেলে।
চিকিৎসা
- গ্লুকোজের অভাবভিত্তিক বহুমূত্রজনিত সংজ্ঞাহীনতা: ইনসুলিনের নেতিবাচক প্রভাবগুলোকে ঠিক করতে সরাসরি রক্তে গ্লুকাগনপ্রদান করা। বা শর্করার পরিমাণ কমে গেলে সরাসরি রক্তে গ্লুকোজ প্রদান করা।
- কিটোঅ্যাসিডোটিক বহুমূত্রজনিত সংজ্ঞাহীনতা: রক্তে তরল, ইনসুলিন এবং পটাসিয়াম এবং সোডিয়াম প্রদান করা।
- হাইপারঅসমোলার বহুমূত্রজনিত সংজ্ঞাহীনতা: দ্রুততার সাথে রক্তে প্রচুর পরিমাণ তরল, ইনসুলিন, পটাসিয়াম এবং সোডিয়াম প্রদান করা।
বহিঃসংযোগ
শ্রেণীবিন্যাস |
---|