Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
বাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকা
বাংলাদেশে স্নাতক এবং উচ্চ পর্যায়ে চিকিৎসা শিক্ষা প্রদানের জন্য বেশ কয়েকটি মেডিকেল কলেজ রয়েছে। সকল কলেজ প্রধানত “সরকারি” ও “বেসরকারি” এ দুই ভাগে বিভক্ত। এই কলেজসমূহকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রতিটি কলেজই একটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকে। মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজসমূহের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, যা “মেডিকেল কাউন্সিল আইন, ১৯৭৩ (১৯৭৩ সনের ৩০ নং আইন)” অনুযায়ী গঠিত একটি কাউন্সিল। এর মাধ্যমেই উক্ত মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ চিকিৎসক তৈরির ক্ষেত্রে অনুমোদন প্রাপ্ত হয়। এছাড়া বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার ব্যাপারে নীতিমালাও প্রনয়ন করে এই সংস্থাটি।
সরকারি মেডিকেল কলেজ
বর্তমানে বাংলাদেশে সরাসরি সরকারের ব্যবস্থাপনাধীনে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭ টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১০ টি মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৫ টি, খুলনা বিভাগে ৫ টি, ময়মনসিংহ বিভাগে ৩ টি, সিলেট বিভাগে ৩ টি, রংপুর বিভাগে ৩ টি এবং বরিশাল বিভাগে ২ টি মেডিকেল কলেজ অবস্থিত। এসব মেডিকেল কলেজে সর্বমোট আসন সংখ্যা ৪৩৫০ টি এবং প্রায় প্রতিবছরই এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলে ঢাকার বকশিবাজারে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজই এদেশের প্রথম সরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ।
রংপুর মেডিকেল কলেজের প্রধান ফটক
সামরিক বাহিনী পরিচালিত মেডিকেল কলেজ
বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি নিজস্ব ব্যবস্থাপনায় ১ টি সরকারি ও ৫ টি বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা করে। সরকারি মেডিকেল কলেজটি ঢাকা সেনানিবাসে অবস্থিত। অন্য ৫ টি বেসরকারি চট্টগ্রাম, যশোর, রংপুর, কুমিল্লা ও বগুড়া সেনানিবাসে অবস্থিত।
নাম | ডাকনাম | প্রতিষ্ঠিত | ধরন | অধিভুক্তি | অবস্থান | ওয়েবসাইট |
---|---|---|---|---|---|---|
আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ | এএফএমসি | ২০ জুন ১৯৯৯ | সরকারি | বিইউপি | ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা |
afmc |
আর্মি মেডিকেল কলেজ বগুড়া | এএমসি বগুড়া | ২৮ সেপ্টেম্বর ২০১৪ | বেসরকারি | বিইউপি | বগুড়া ক্যান্টনমেন্ট |
amcbogra |
আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম | এএমসিসি | ১০ জানুয়ারি ২০১৫ | বেসরকারি | বিইউপি | চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম |
amcc |
আর্মি মেডিক্যাল কলেজ কুমিল্লা | এএমসি কুমিল্লা | ২০১৪ খ্রি. | বেসরকারি | বিইউপি | কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা |
www |
আর্মি মেডিকেল কলেজ যশোর | এএমসিজে | ১০ জানুয়ারি ২০১৫ | বেসরকারি | বিইউপি | যশোর ক্যান্টনমেন্ট |
amcj-bd |
রংপুর আর্মি মেডিকেল কলেজ | আরএএমসি | ২০১৪ খ্রি. | বেসরকারি | বিইউপি | রংপুর সেনানিবাস, রংপুর |
বেসরকারি মেডিকেল কলেজ
বেসরকারি উদ্যোগে স্নাতক পর্যায়ের চিকিৎসা শিক্ষা ও গবেষণা নিমিত্তে স্থাপিত চিকিৎসা মহাবিদ্যালয়গুলোই বেসরকারি মেডিকেল কলেজ। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ বাংলাদেশের এ ধরনের প্রথম প্রতিষ্ঠান, যা ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার-এর অনুমোদন লাভ করে। পরবর্তীতে আরও অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। সরকারি কলেজগুলোর ন্যায় প্রতিটি বেসরকারি কলেজকেও একটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে অনুমোদন নিতে হয়।
প্রায় প্রতি বছরই বেসরকারি ব্যবস্থাপনায় নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। ২০১৩ সালে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬৫ টি, ২০১৪-তে ৬৬ টি। ২০১৮ এ ধরনের মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬৯ টি এবং ২০২০-এ এর সংখ্যা ৭০ টি।
সরকারি ডেন্টাল কলেজ/ইউনিট
বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ হলো ঢাকা ডেন্টাল কলেজ। এছাড়া দেশের আটটি মেডিকেল কলেজে আছে ডেন্টাল ইউনিট। প্রতিটি প্রতিষ্ঠানই একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকে। এসব প্রতিষ্ঠান “ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস)” ডিগ্রি প্রদান করে। সরকারি ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে মোট আসন সংখ্যা ৫৪৫ টি।
সরকারি ডেন্টাল কলেজ
ডেন্টাল কলেজ | প্রতিষ্ঠিত | অধিভুক্তি | আসন সংখ্যা | অবস্থান | প্রশাসনিক বিভাগ | ওয়েবসাইট |
---|---|---|---|---|---|---|
ঢাকা ডেন্টাল কলেজ | আগস্ট ১৯৬১ |
ঢাবি, বশেমুমেবি |
১১০ | মিরপুর-১৪, ঢাকা | ঢাকা |
www |
সরকারি ডেন্টাল ইউনিট
ক্রমিক নং | ডেন্টাল ইউনিট | প্রতিষ্ঠিত | অধিভুক্তি | আসন সংখ্যা | অবস্থান | প্রশাসনিক বিভাগ |
---|---|---|---|---|---|---|
১ | চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ১৯৯০ | চমেবি | ৬০ | চট্টগ্রাম | চট্টগ্রাম |
২ | রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ১৯৮৯ |
রাবি, রামেবি |
৫৯ | রাজশাহী | রাজশাহী |
৩ | শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | ঢাবি | ৫৬ | ঢাকা | ঢাকা |
৪ | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | ঢাবি | ৫২ | ঢাকা | ঢাকা |
৫ | ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | ঢাবি | ৫২ | ময়মনসিংহ | ময়মনসিংহ |
৬ | সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | শাবিপ্রবি | ৫২ | সিলেট | সিলেট |
৭ | শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | ঢাবি | ৫২ | বরিশাল | বরিশাল |
৮ | রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ |
রাবি, রামেবি |
৫২ | রংপুর | রংপুর |
বেসরকারি ডেন্টাল কলেজ/ইউনিট
বেসরকারি ডেন্টাল কলেজ
বেসরকারি ডেন্টাল ইউনিট
ডেন্টাল কলেজ | প্রতিষ্ঠিত | অধিভুক্তি | আসন সংখ্যা | অবস্থান | প্রশাসনিক বিভাগ |
---|---|---|---|---|---|
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ১৯৯৭ | ঢাবি | ৫০ | সাভার, ঢাকা | ঢাকা |
মার্কস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০০৮ | ঢাবি | ৫০ | ঢাকা | ঢাকা |
এমএইচ শমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১০ | ঢাবি | ৫০ | ঢাকা | ঢাকা |
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১১ | ঢাবি | ৪০ | টাঙ্গাইল | ঢাকা |
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | ঢাবি | ৩০ | ঢাকা | ঢাকা |
টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ |
রাবি, রামেবি |
৫০ | বগুড়া | রাজশাহী |
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১৩ | ঢাবি | ৩০ | ঢাকা | ঢাকা |
কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ ডেন্টাল ইউনিট | ২০১৪ | ঢাবি | ৩০ | ময়মনসিংহ | ময়মনসিংহ |
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১৪ | ঢাবি | ২০ | ঢাকা | ঢাকা |
ডেলটা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১৩ | ঢাবি | ২৫ | ঢাকা | ঢাকা |
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১৪ |
রাবি, রামেবি |
২০ | রাজশাহী | রাজশাহী |
নর্থ ইস্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১৪ | শাবিপ্রবি | ২৫ | সিলেট | সিলেট |
ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১৬ | ঢাবি | ২৫ | ঢাকা | ঢাকা |
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১৬ | রামেবি | ২০ | সিরাজগঞ্জ | রাজশাহী |
আরও দেখুন
বহিঃসংযোগ
- স্বাস্থ্য অধিদপ্তর-এর ওয়েবসাইট
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-এর ওয়েবসাইট
- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটসমূহ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটসমূহ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর অধিভুক্ত কলেজসমূহ
- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)-এর অধিভুক্ত ইনস্টিটিউটসমূহ
- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি)-এর অধিভুক্ত সরকারি প্রতিষ্ঠানসমূহ
- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি)-এর অধিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানসমূহ
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বশেমুমেবি)-এর অধিভুক্ত ইনস্টিটিউটসমূহ
- মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহের তালিকা (সরকারি এবং বেসরকারি) (pdf) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ এপ্রিল ২০২১ তারিখে
- Admission circular for Foreign students for the Academic Year (pdf) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ এপ্রিল ২০২১ তারিখে