Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
বাইফ্যাসিকুলার ব্লক
Подписчиков: 0, рейтинг: 0
বাইফ্যাসিকুলার ব্লক | |
---|---|
বিশেষত্ব | হৃদবিজ্ঞান |
বাইফ্যাসিকুলার ব্লক হল এক ধরনের হৃৎপিণ্ডের রক্তসংবহনঘটিত অস্বাভাবিকতা। এক্ষেত্রে হৃৎপিণ্ডের প্রধান তিনটি হিজ/পার্কিনজে তন্তুর দুইটিই ব্লক হয়ে যায়।
সাধারণভাবে ডান বান্ডেল ব্রাঞ্চ ব্লক (আরবিবিবি) এবং বাম সম্মুখ ফ্যাসিকুলার ব্লক (এলএএফবি) কিংবা বাম পশ্চাৎ ফ্যাসিকুলার ব্লক (এলপিএফবি)-এর সমষ্টিকেই বাইফ্যাসিকুলার ব্লক বলা হয়।
কোনো কোনো লেখকের মতে বাম বান্ডেল ফ্যাসিকুলার ব্লক (এলবিবিবি) হল বিশেষ ধরনের বাইফ্যাসিকুলার ব্লক, কারণ এই ধরনের ব্লক সচরাচর বাম বান্ডেল ব্রাঞ্চের বাম সম্মুখ ও ডান সম্মুখ পার্শ্বের ফ্যাসিকেলে তৈরি হয়।
প্রতিকার
বাইফ্যাসিকুলার ব্লক বহনকারীদের ক্ষেত্রে উল্লেখজনক কোন লক্ষণ দেখা যায় না। প্রতিকারের পন্থাও বেশি নয়। সিনকোপ গ্রহণকারীদের ক্ষেত্রে অবশ্য পেসমেকার লাগানোর প্রয়োজন দেখা দেয়।