Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
বিশ্ব চকলেট দিবস

বিশ্ব চকলেট দিবস

Подписчиков: 0, рейтинг: 0
চকলেট

বিশ্ব চকলেট দিবস, কখনও কখনও আন্তর্জাতিক চকলেট দিবস হিসাবে পালন করা হয়, বা শুধু চকলেট দিবস, চকলেটের একটি বার্ষিক উদযাপন, বিশ্বব্যাপী ৭ জুলাই, যাকে কেউ কেউ ১৫৫০ সালে ইউরোপে চকলেট প্রবর্তনের বার্ষিকী হওয়ার পরামর্শ দেন। বিশ্ব চকলেট দিবস ২০০৯ সাল থেকে পালন করা হয়।

অন্যান্য চকোলেট দিবস উদযাপন বিদ্যমান, যেমন ২৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় চকলেট দিবস। ইউএস ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশন ১৩ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক চকলেট দিবস হিসাবে তালিকাভুক্ত করে, যা কাকতালীয়ভাবে চকলেট উৎপাদক মিল্টন এস. হার্শে (জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৮৫৭) এর জন্ম তারিখের সাথে মিলে যায়। ঘানা, কোকোর দ্বিতীয় বৃহত্তম উৎপাদক, ১৪ ফেব্রুয়ারি চকলেট দিবস উদযাপন করে। লাটভিয়ায়, ১১ জুলাই বিশ্ব চকোলেট দিবস পালিত হয়।


Новое сообщение