Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ভোপালের বিপর্যয়
১৯৮৪ সালের ভোপালের বিপর্যয়-কে অনেকেই ইতিহাসের সর্বনিকৃষ্ট শিল্প বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন।ভারতীয় রাজ্য মধ্য প্রদেশে অবস্থিত ভোপাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড-এর (বর্তমানে এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত) একটি কীটনাশক কারখানা থেকে দুর্ঘটনাবশত ৪০ টন মিথাইল আইসোসায়ানেট (MIC ---> Methyl Isocyanate Gas ) পরিবেশে ছড়িয়ে পড়ে এই বিপর্যয় ঘটে।
১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর ভোরে একটি ট্যাংকে রক্ষিত MIC অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাতাসের চেয়ে ভারী গ্যাস আকারে মাটি ঘেঁষে বের হয়ে আশেপাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। এতে তৎক্ষণাৎ হাজার হাজার ঘুমন্ত লোকের মৃত্যু ঘটে। শহরের পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে এবং বহু লোক পালাতে গিয়ে পদপিষ্ট হন। ছড়িয়ে পড়া গ্যাসে আরও প্রায় ১৫০,০০০ থেকে ৬০০,০০০ লোক আক্রান্ত হন এবং পরবর্তীতে এদের মধ্যে প্রায় ১৫,০০০ মারা যান।
ভোপাল গ্যাস দুর্ঘটনা
তারিখ= 2-3 December 1984
সময়= মধ্যরাত্রি
অবস্থান= মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল
পরিচিত = ভোপাল গ্যাস লিক
কারণ= ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড থেকে 40 টন মিথাইল আইসোসায়ানেট (MIC) লিক।
মৃত্যু = 15,000 +
আহত= 1,50,000 - 6,00,000
কর্পোরেট পরিচালকগণ: | |
---|---|
সম্পদ ও উৎপাদন: | |
ঘটনাসমূহ: | |
|