মরুদ্যান
Подписчиков: 0, рейтинг: 0
ভূগোলে, মরুভূমিতে ঝর্ণা বা অন্যকোন জল উৎসকে ঘিরে গড়ে ওঠা বৃক্ষশোভিত বিচ্ছিন্ন অঞ্চলকে মরুদ্যান বলা হয়। মরুদ্যানটি বড় হলে সেখানে মানুষ ও অন্যান্য প্রানীর বসতি গড়ে ওঠে। মরুদ্যানের অবস্থান মরু অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
বিবরণ
ভূগর্ভস্থ নদী বা ভূগর্ভস্থ সিক্ত শিলাস্তর এর মতো মিঠা পানির উৎসগুলি যখন প্রাকৃতিকভাবে অথবা মানুষের তৈরি কূপের মাধ্যমে ভূতলকে জল-সরবরাহ করে তখন মরুদ্যান উর্বর হয়।