Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
মাইকেলিনা আর্গি
মাইকেলিনা বা মিকি আর্গি এমবিই (জন্ম ১৯৬২) হলেন থ্যালিডোমাইড থেকে বেঁচে যাওয়া একজন ইংরেজ সক্রিয়কর্মী। তিনি থ্যালিডোমাইড ট্রাস্টের জাতীয় উপদেষ্টা কমিটির প্রাক্তন সভাপতি। এই ট্রাস্টের মাধ্যমে থ্যালিডোমাইডের কবল থেকে বেঁচে যাওয়া ব্রিটিশ ব্যক্তিগণ আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তিনি এখনও এ ট্রাস্টের গণমাধ্যম কার্যক্রমে জড়িত।
তিনি সাসেক্সের অ্যাশডাউন ফরেস্টের স্টেইনার স্কুল মাইকেল হলে পড়াশোনা করেছিলেন। তার দুইটি মেয়ে রয়েছে।
তিনি ২০১৫ সালে ইনডিপেনডেন্স ফ্রম ইউরোপ পার্টির প্রার্থী হিসাবে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ইউরোপীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তবে নির্বাচিত হতে পারেননি।
২০১৫ সালের ব্রিটিশ রানির জন্মদিনের সম্মাননায় তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) নিযুক্ত হন। এতে তাকে "প্রচারক ও সদস্য, জাতীয় উপদেষ্টা পরিষদ, থ্যালিডোমাইড ট্রাস্ট" হিসাবে আখ্যায়িত করা হয়েছিল।