Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
মাটি দূষণ
দূষণ |
---|
বিষয়ক একটি ধারাবাহিকের অংশ |
জৈব দূষণ
|
তড়িৎচুম্বকীয় দূষণ
|
প্রাকৃতিক দূষণ
|
|
|
|
মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ বলতে রাসায়নিক বর্জ্যের নিক্ষেপ কিংবা ভূ-গর্ভস্থ ফাটলের কারণে নিঃসৃত বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশ্রণের কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়াকে বুঝানো হয়ে থাকে।
কারণ
মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ নিম্নরূপে সংঘটিত হতে পারে -
- ছোট প্লাস্টিকের টুকরো।
- তেল উপচে পড়া।
- খনি এবং অন্যান্য ভারী শিল্পের কার্যক্রম।
- ক্রিয়াকলাপ ইত্যাদির সময় দুর্ঘটনাজনিত ছড়িয়ে পড়তে পারে।
- ভূগর্ভস্থ সংরক্ষিত ট্যাঙ্কের ক্ষয় (প্রেরণের জন্য ব্যবহৃত পাইপিং সহ)।
- অ্যাসিড বৃষ্টি।
- নিবিড় চাষ।
- কৃষি রাসায়নিক, যেমন আপদনাশক, হার্বিসাইড এবং সার।
- পেট্রোরাসায়নিক।
- কর্মক্ষেত্রে দুর্ঘটনা।
- রাস্তার ধ্বংসাবশেষ।
- মাটিতে দূষিত জল নিষ্কাশন।
- গোলাবারুদ, রাসায়নিক অস্ত্র এবং যুদ্ধের অন্যান্য সরঞ্জাম
-
বর্জ্য পুনর্বাসন।
- তেল এবং জ্বালানী আঁস্তাকুড়।
- তেজস্ক্রিয় বর্জ্য।
- মাটিতে শিল্প বর্জ্য সরাসরি নিষ্কাশন।
- পয়ঃনিষ্কাশন।
- আবর্জনাভূমি এবং অবৈধ আঁস্তাকুড়।
- কয়লা ছাই।
- ইলেকট্রনিক বর্জ্য।
- প্রচুর পরিমাণে বিষাক্ত উপাদান ধারণকারী শিলা দ্বারা দূষিত।
- গাড়ির নিষ্কাশন গ্যাস এর কারণে সীসা, গাড়ির টায়ারের কারণে ক্যাডমিয়াম অ্যাসিটেট এবং জিঙ্ক অ্যাসিটেট এর কারণে দূষিত।
- জীবাশ্মের কাঁচামাল পুড়িয়ে বায়ু দূষণকে শক্তিশালী করে দূষণ।
মূলত সাধারণ রাসায়নিক পদার্থ হিসেবে পেট্রোলিয়াম হাইড্রোজেন ও কার্বনের মিশ্রিত যৌগ, কীটনাশক, সীসা এবং অন্যান্য ভারী পদার্থ মৃত্তিকা দূষণের জন্যে দায়ী।
মাটি দূষকের শ্রেণিবিভাগ
প্রকৃতি অনুসারে মাটি দূষককে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়:
১. জীব-সংক্রান্ত দূষণ
২. পরিপোষক দূষণ
৩. অজৈব পদার্থঘটিত দূষণ
৪. জৈব পদার্থঘটিত দূষণ
5. অ্যাসিড দূষণ
৬. তেজস্ক্রিয় পদার্থঘটিত দূষণ এবং
৭. প্লাস্টিক দূষণ
৮. সীসা দূষণ
মানুষ যেভাবে দূষণের সংস্পর্শে আসে
তিনটি উপায়ে মানবদেহে মাটি দূষণের উপকরণ প্রবেশ করতে পারে– ক. খাবার গ্রহণ খ. শ্বসন গ. ত্বকীয় শোষণ বা ত্বক ভেদ করে ঢুকে যাওয়া জিওফ্যাগি অর্থাৎ মৃত্তিকা-ভক্ষণের মাধ্যমে সরাসরি বা ঘটনাচক্রে কাঁচা খাবারের সঙ্গে মাটি মুখে প্রবেশ করতে পারে।
মানবদেহে মাটি দূষণের প্রভাব
গৃহীত মাটি শরীরে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে পারে ঠিকই, তবে সেই সঙ্গে ভারী ধাতু, জৈব রাসায়নিক বা প্যাথোজেনও ঢুকে যেতে পারে, অধিক মাত্রায় যেসব পদার্থ ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রে বাধার সৃষ্টি করে। মাটি-সম্পৃক্ত ধূলা প্রশ্বাসের সাথে ঢুকলে কক্সিডিয়োডোমাইকোসিস, ব্রঙ্কিয়ার পথের মধ্যে তীব্র ফোলা, এমফাইজ়েমা, ফাইব্রোটিক পরিবর্তন দেখা দেয় (ফাইব্রোসিস: চোট পেলে শরীরের সংযোজক কোষকলা শুকিয়ে উঠে পুরু হয়ে ওঠার প্রক্রিয়া)। মাটি দূষণের ফলে পোডোকোনায়োসিস নামে আরেকটি অসংক্রামক রোগ হতে পারে যেটা আগ্নেয়গিরিজাত কাদায় নগ্ন পায়ে হাঁটলে হতে পারে। এ রোগ লসিকাতন্ত্রের কাজ ব্যাহত করতে পারে। স্রেফ পায়ে জুতা পরে হাঁটলে এ রোগ প্রতিরোধ করা যায়।কি
আরও দেখুন
বহিঃসংযোগ
- Environmental Protection Agency link to health effects of specific pollutants cited in this article
- Portal for soil and water management in Europe Independent information gateway originally funded by the European Commission for topics related to soil and water, including contaminated land, soil and water management.
- Sound blaster cleans contaminated soil - High powered ultrasound can clean up soil tainted with organic toxins like PCBs or DDT
- Article on soil contamination in China
- Arsenic in groundwater Book on arsenic in groundwater by IAH's Netherlands Chapter and the Netherlands Hydrological Society
প্রধান ক্ষেত্রসমূহ | ||
---|---|---|
সম্পর্কিত ক্ষেত্রসমূহ | ||
প্রয়োগক্ষেত্র | ||
আরো দেখুন | ||
সাধারণ |
|
||||||
---|---|---|---|---|---|---|---|
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা | |||||||
জনসমষ্টি স্বাস্থ্য | |||||||
জীববৈজ্ঞানিক ও রোগবিস্তারবৈজ্ঞানিক পরিসংখ্যান |
|||||||
সংক্রামক ও মহামারী রোগ প্রতিরোধ |
|||||||
খাদ্য স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা ব্যবস্থাপনা |
|||||||
স্বাস্থ্য আচরণীয় বিজ্ঞানসমূহ |
|||||||
সংস্থা, শিক্ষা এবং ইতিহাস |
|
||||||