Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
মানব দেহের তন্ত্রের তালিকা
Другие языки:

মানব দেহের তন্ত্রের তালিকা

Подписчиков: 0, рейтинг: 0

মানব দেহের প্রধান প্রধান তন্ত্রগুলো হল:

  1. সংবহন তন্ত্র / হৃৎ-সংবহন তন্ত্র :
    • হৃৎপিণ্ড, ধমনী এবং শিরার মাধ্যমে সারা শরীরের রক্ত সঞ্চালন করে, দেহের অঙ্গ ও কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং সেসব জায়গায় সৃষ্ট বিপাকজাত বর্জ্য পদার্থ পরিবহন করে।
    • শরীরের তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিসরে বজায় রাখে।
  2. পরিপাক তন্ত্র এবং রেচন তন্ত্র :
  3. অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র :
    • হরমোনের মাধ্যমে যাবতীয় শারীরবৃত্তীয় কাজ সমন্বয় ও পরিচালনা করে।
  4. ত্বক তন্ত্র / বহিঃক্ষরা গ্রন্থিতন্ত্র :
  5. অনাক্রম্যতন্ত্র এবং লসিকা তন্ত্র :
    • শরীরের ক্ষতি করতে পারে এমন রোগজীবাণুগুলোর বিরুদ্ধে শরীরকে রক্ষা করে।
    • লসিকা নালি ও লসিকা গ্রন্থির সমন্বয়ে লসিকা তন্ত্র গঠিত। এ তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা নামে একটি পরিষ্কার তরল প্রবাহিত হয়।
  6. পেশী তন্ত্র :
    • পেশি ব্যবহার করে শরীরের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে।
  7. স্নায়ু তন্ত্র :
    • স্নায়ু এবং মস্তিষ্কের মাধ্যমে বিভিন্ন ইন্দ্রিয় থেকে তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে এবং পেশীগুলোকে শারীরিক ক্রিয়াকলাপের জন্য সংকোচনের নির্দেশ প্রদান করে।
  8. বৃক্ক তন্ত্র এবং মূত্র তন্ত্র
    • বৃক্কের মাধ্যমে রক্ত পরিশুদ্ধ হয়, মূত্র উৎপাদিত হয় এবং দেহ থেকে বিপাকীয় বর্জ্য অপসারিত হয়।
  9. প্রজনন তন্ত্র  :
    • জননাঙ্গ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সন্তানসন্ততি ।
  10. শ্বসন তন্ত্র :
  11. কঙ্কাল তন্ত্র :

 


Новое сообщение