Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
মেসওয়াক (মার্কা)
Другие языки:

মেসওয়াক (মার্কা)

Подписчиков: 0, рейтинг: 0
মেসওয়াক
Miswak Herbal Toothpaste.jpg
মেসওয়াক হারবাল টুথপেস্ট মধ্যপ্রাচ্য
পণ্যের ধরন দন্ত পণ্য
মালিক ডাবর
প্রবর্তন ১৯৯৮ (1998)
সম্পর্কিত ব্র্যান্ড বাবুল এবং প্রমিস
পূর্ববর্তী মালিক বালসারা হাইজিন প্রোডাক্টস লিমিটেড
দূত বিপাশা বসু
ওয়েবসাইট https://www.daburdentalcare.com/meswak/

মেসওয়াক (এছাড়াও মিসওয়াক নামে পরিচিত) হল একটি ফ্লোরাইড-মুক্ত টুথপেস্ট মার্কা যা ভারতে বালসারা হাইজিন দ্বারা ১৯৯৮ সালে চালু হয়েছিল। টুথপেস্টটি ভেষজ টুথপেস্ট হিসেবে বাজারজাত করা হয় কারণ এটি সালভাডোরা পারসিকা উদ্ভিদের নির্যাস থেকে তৈরি। গাছের দাঁত পরিষ্কার করার ডালটি ৭,০০০ বছরেরও বেশি আগে ব্যবহার করা হয়েছে বলে পরিচিত।

১৯৯৮ সালের কোকা-কোলা কাপ মার্কা সচেতনতা ছড়িয়ে দেওয়ার সময় একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার না হওয়া পর্যন্ত মার্কাটি তুলনামূলকভাবে অজানা ছিল। ২০০৫ সালে, বালসারা ডাবরের কাছে অন্যান্য বালসারা টুথপেস্ট মার্কা বাবুল এবং প্রমিসের সাথে মেসওয়াক  ১.৪৩ বিলিয়ন (US$ ১৭.৪৮ মিলিয়ন) চুক্তিতে বিক্রি করে। ২০০৭ সালের হিসাবে, মেসওয়াক মার্কার মূল্য ছিল ২০০ মিলিয়ন (US$ ২.৪৪ মিলিয়ন)। ২০১১ সালে, ডাবর ঘোষণা করে যে বিপাশা বসু মেসওয়াক মার্কার মুখপাত্র হবেন।

বহিঃসংযোগ


Новое сообщение