Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
ম্যালথাসের তত্ত্ব
ম্যালথাসের তত্ত্ব (ইংরেজি: Malthusian Theory) একটি জনসংখ্যা বিষয়ক তত্ত্ব যার প্রস্তাব হলো খাদ্যশস্যের উৎপাদন যখন গাণিতিক হারে বৃদ্ধি পায় তখন জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। ইংরেজ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস উনিশ শতকের প্রথমভাগে এই তত্ত্ব প্রচার করেন। এই তত্ত্ব অনুসারে স্বাভাবিক নিয়মে জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্যসংকট এমনকী দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। এই কারণে ম্যালথাস মনে করতেন যে দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য জন্ম নিয়ন্ত্রণ অপরিহার্য। জন্ম নিয়ন্ত্রণ করা না-গেলে দুর্ভিক্ষের কারণে মানুষ মারা পড়বে এবং এভাবেই জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ১৭৯৮ খ্রিস্টাব্দে ম্যালথাস তাঁর অ্যান এসে অন দি প্রিন্সিপ্ল অব পপলেশান (ইং: An Essay on the Principle of Population) প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি লেখেন:
The power of population is so superior to the power of the earth to produce subsistence for man, that premature death must in some shape or other visit the human race. The vices of mankind are active and able ministers of depopulation. They are the precursors in the great army of destruction, and often finish the dreadful work themselves. But should they fail in this war of extermination, sickly seasons, epidemics, pestilence, and plague advance in terrific array, and sweep off their thousands and tens of thousands. Should success be still incomplete, gigantic inevitable famine stalks in the rear, and with one mighty blow levels the population with the food of the world.
— Malthus T.R. 1798. An essay on the principle of population. Chapter VII, p61
|
প্রযুক্তিগত |
|
||||
---|---|---|---|---|---|
সামাজিক | |||||
বাস্তুবৈজ্ঞানিক |
|
||||
জীববৈজ্ঞানিক |
|
||||
জ্যোতির্বৈজ্ঞানিক | |||||
পরলোকতাত্ত্বিক |
|
||||
অন্যান্য |
|
||||
কল্পকাহিনীমূলক | |||||
সংস্থা | |||||