Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
যৌন-কামনা উদ্রেকারী স্তন্যদান

যৌন-কামনা উদ্রেকারী স্তন্যদান

Подписчиков: 0, рейтинг: 0
একজন মহিলা আরেক মহিলার স্তন চুষছেন

প্রেমমূলক স্তন্যপান (ইংরেজি: Erotic Lactation) হচ্ছে স্তন্যপানের বা স্তনচোষণের মাধ্যমে যৌন- উত্তেজনার সৃষ্টি করা। এই প্রসঙ্গের উপর ভিত্তি করে বলা যেতে পারে যে, এটি এক ধরনের প্রাপ্তবয়স্ক পরিষেবা।

শরীরতত্ত্ব

স্তন, বিশেষ করে স্তনবৃন্ত, নারী ও পুরুষ উভয়েরই খুবই সংবেদনশীল কামস্থান। নারীর স্তন ও স্তনবৃন্ত উত্তেজিত করা মানব-যৌনতার প্রায় বিশ্বজনীন একটি দিক।

অনাকাঙ্খিত দুগ্ধ-প্রবাহ(galactorrhea) স্তনবৃন্ত উত্তেজিত করার ফলে হয়ে থাকে এবং স্বাভাবিক দুগ্ধ-উৎপাদন করা স্তনচোষার মাধ্যমেই সম্ভব। স্তনবৃন্ত-চোষণ স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

অনেক নারী স্তন্যপানের সময় উত্তেজিত হতে পারেন না এবং যৌন-সঙ্গীর সাথে কামচর্চা-র সময় তারা উত্তেজিত হতে পারেন না। এরকম হয় কারণ তারা হয় শারীরিক সমস্যায় ভোগেন, নয়ত মানসিক দ্বিধায় ভোগেন (তারা শিশুকে স্তন্যদানের জন্য স্তন-কে ব্যবহার করবেন না তার যৌন-সঙ্গীর পরিতৃপ্তির জন্য করবেন।)

প্রেরণা

যেহেতু অধিকাংশ সংস্কৃতিতেই নারীর স্তন ও স্তনবৃন্ত সাধারণত যৌনকর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়, এটা অস্বাভাবিক নয় যে, দম্পতিরা স্তনবৃন্ত-চোষণ থেকে সত্যি সত্যি স্তন্যপান করতে পারে। নারী-রা নিজেরাই অনেক সময় এক নারী অন্য নারীর স্তন চুম্বন ও চোষণ করে থাকে এবং এর ফলে দুজনে একে অপরের স্তন পান করে। এটিকে নারী-রা নিজেদের মধ্যে একধরনের স্নেহ ও ভালোবাসা প্রদর্শনের অংশ হিসেবে মনে করে থাকেন।


Новое сообщение