Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
রুফাইদা আল আসলামিয়া

রুফাইদা আল আসলামিয়া

Подписчиков: 0, рейтинг: 0
জীবনী
রুফাইদা আল-আসলামিয়া
Mescidi nebevi.JPG
উল্লেখযোগ্য সাফল্য
মেডিসিন ইতিহাসে প্রথম নার্স হিসেবে স্বীকৃত
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ প্রায় ৬২০ খ্রিস্টাব্দ
হোমটাউন মদীনা, সৌদি আরব
ধর্ম ইসলাম

রুফাইদা আল আসলামিয়া (ইংরেজি: Rufaida Al-Aslamia); (আরবি: رفيدة الأسلمية) ছিলেন প্রথম মহিলা মুসলিম সেবিকা হিসাবে স্বীকৃত একজন ইসলামী চিকিৎসক এবং সমাজ কর্মী।

রুফাইদা আহতদের সেবায় মসজিদে একটি তাঁবু করেছিলেন, খন্দকের যুদ্ধে সাদ বিন মায়ায বনু মখজুম গোত্রের আবু ওসামা জাশমী কর্তৃক নিক্ষিপ্ত একটি তীর দ্বারা আহত হন। নবীজি বলেন তাকে দূরুত রুফাইদার তাঁবুতে নিয়ে যাও। খাইবার যুদ্ধে আহত মুসলিম মুজাহিদদের সুস্থ করতে তিনি মাতৃত্বের মমতাময়ী হাত বাড়িয়ে দেন। তার এই অবিস্মরণীয় কুরবানী এবং সেবা-শুশ্রূষার স্বীকৃতিস্বরূপ রাসূল পুরুষ মুজাহিদদের সাথে তাকেও গনিমতের মালের হিস্যা দেন।


Новое сообщение