Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
লিলথ
লিলথ | |
---|---|
লিলথ (হিব্রু ভাষায়: לילית) হলো মেসোপটেমিয়ান একটি মেয়ে ঝড়ের দানব যা বাতাসের সাথে সম্পর্কিত এবং যার সাথে সাথে আসে মৃত্যু, রোগ বালাই ও অসুস্থতা। খ্রিস্টের জন্মের ৪০০০ বছর আগে লিলথের দেখা মেলে সুমেরে বাতাস ও ঝড়ের দানব হিসেবে। খ্রিস্টের জন্মের ৭০০ বছর আগে প্রাচীন ইসরায়েলে লিলথের নাম উচ্চারিত হত।ইহুদি পুরাণ অনুযায়ী লিলথ হলো আদমের প্রথম স্ত্রী যিনি আদমের সাথে একই সময়ে তৈরি হয়েছেন। আদমের অধীনতা অস্বীকার করে তিনি আদমকে ত্যাগ করেন এবং ফেরেশতা সামায়েলের সাথে দেখা করার পর তিনি আর ইডেন গার্ডেন-এ ফেরত যান নি। তার কাহিনী মধ্যযুগে বেশি উন্নতি লাভ করে। লিল্পথ কিংবদন্তির কতাহ এখনও হরর ছবি, স্বপে, আধুনিক সংস্কৃতিতে, সাহিত্যে ও গুপ্তবিদ্যাতে ব্যবহার করা হয়।
নারীবাদী ধর্মতত্ত্ব
কোহেনেট হিব্রু প্রিস্টেস ইন্সস্টিউটের ডেবোরা জ়ে গ্রীন তার নারীবাদী ধর্মতত্ত্ব বিষয়ক একটি পেপারে উল্লেখ করেন যে লিলথ হলো নারী দেবী এবং তাকে দানব হিসেবে চিত্রিত করে একটা দুরত্ব সৃষ্টি করার অপচেষ্টা করা হয়েছে। এভাবে মেয়েদের আসল উৎস তান্ত্রিক অধিকার ও ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। সেমেটিক দেবী লিলথের স্বপক্ষে তাকে পুনঃব্যাখ্যার দাবি জানান তিনি যাকে বিভিন্ন পবিত্র গ্রন্থে বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে।
পশ্চিমা রহস্যময় ঐতিহ্য
পশ্চিমা রহস্যময় ঐতিহ্য লিলথকে কাব্বালাহ ধর্মের সাথে তুলনা করে থাকে। স্যামুয়েল আন ওয়েওর তার দ্যা পিস্টেস সোফিয়া আনভেইল্ডে গ্রন্থে বলেন যে সমকামী ব্যক্তিরা লিলথের সহচর। যেসব মহিলারা অবৈধ গর্ভপাতে যান ও যারা তাদের সমর্থন করেন তারা লিলথের গোলকে আবদ্ধ। ডিওন ফরচুন লেখেন যে কুমারী মেরি লিলথের প্রতিচ্ছবি এবং লিলথ হলো লোভী স্বপ্নের উৎস। কেউ যদি নেতিবাচক বিনাহর ধ্যান করেন তবে সে লিলথকে দেখতে পাবেন। নেতিবাচক বাচক উদ্দেশ্যে লিলথে উপাসনা করা হয় পবিত্র আত্নার ক্ষমতা ব্যবহার।
বহিঃসংযোগ
- Jewish Encyclopedia: Lilith
- Collection of Lilith information and links by Alan Humm
- International standard Bible Encyclopedia: ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুন ২০১১ তারিখে Night-Monster
- Gnostic Lilith