Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
শ্বাসনালি
শ্বাসনালি (Trachea) | |
---|---|
বিস্তারিত | |
যার অংশ | শ্বাস পথ |
ধমনী | ইনফেরিয়র থাইরয়েড ধমনী |
শিরা | ব্রাকিওসেফালিক শিরা, অ্যাজাইগাস শিরা অতিরিক্ত হেমিঅ্যাজাইগাস শিরা |
শনাক্তকারী | |
মে-এসএইচ | D014132 |
টিএ৯৮ | A06.3.01.001 |
টিএ২ | 3213 |
এফএমএ | FMA:7394 |
শারীরস্থান পরিভাষা |
শ্বাসনালি বা ট্রাকিয়া, গলবিল এবং স্বরযন্ত্রকে ফুসফুসে সংযোগকারী অংশ,যা বায়ু পরিবহন করে এবং প্রাণীর শ্বসনে সাহায্য করে।এটি খাদ্যনালির সামনে অবস্থিত একটি ফাঁপা নল। নালিটি স্বরযন্ত্রের নিচের অংশ হতে শুরু করে কিছু দূর নিচে গিয়ে দুভাগে বিভক্ত হয়ে দুইটি বায়ুনলের সৃষ্টি করে।
গঠন
মানুষের শ্বাসনালির ব্যাসার্ধ প্রায় ২৫ মিলিমিটার এবং দৈর্ঘে প্রায় ১০-১৬ সেন্টিমিটার।এটি ৬ষ্ঠ গ্রীবাদেশীয় কশেরুকা বরাবর স্বরযন্ত্রের নিচে শেষ হয় এবং ৫ম±২ বক্ষীয় কশেরুকা বরাবর প্রাথমিক ব্রঙ্কাইয়ে বিভাজিত হয়।শ্বাসনালির উপরে ক্রিকয়েড তরুণাস্থি থাকে।এটিই শ্বাসনালির একমাত্র পরিপূর্ণ তরুণাস্থি।
শ্বাসনালিতে ১৫ থেকে ২০টি অপূর্ণ C আকৃতির তরুণাস্থির রিং রয়েছে,যা বায়ু পরিবহনের রাস্তাকে রক্ষা করে।ট্রাকিয়ালিস পেশী এই অপূর্ণ রিংগুলিকে পূর্ণতা দেয় এবং কাশির সময় একে সংকুচিত করে বায়ু নির্গমনের গতি বৃদ্ধি করে।শ্বাসনালির পিছনে অন্ননালী রয়েছে।ট্রাকিয়ার রিঙ্গগুলিকে অ্যানুলার লিগামেন্ট ধরে রাখে।এই রিংগুলি অপূর্ণ ,যাতে এর পিছনের অন্ননালী দিয়ে খাদ্য অতিক্রম করতে পারে।খাদ্য গলাধঃকরণের সময় আলজিহ্বা স্বরযন্ত্রের মুখকে ঢেকে শ্বাসনালিতে খাবার ঢুকতে বাঁধা দেয়।
কলাতত্ত্ব
ট্রাকিয়া গবলেট কোষ সহ সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে,যা মিউকাসের প্রধান উপাদান মিউসিন উৎপন্ন করে যা বায়ু পরিবহনের পথকে আর্দ্র রাখে ও সুরক্ষা দেয়।। বিরক্তিকর কোন বস্তু ট্রাকিয়ায় ঢুকলে ঝিল্লির সূক্ষ্ম রোম কাশির উদ্রেক করে তা বাহিরে পাঠিয়ে দেয় এবং ট্রাকিয়া পরিষ্কার রাখে।
ক্লিনিক্যাল গুরুত্ব
প্রদাহ
ইনটিউবেশন
অন্যান্য
পেশী-কঙ্কাল তন্ত্র |
|
||||||
---|---|---|---|---|---|---|---|
সংবহন তন্ত্র |
|
||||||
স্নায়ু তন্ত্র |
|
||||||
আচ্ছাদন তন্ত্র |
|
||||||
শ্বসন তন্ত্র |
|
||||||
পরিপাক তন্ত্র |
|
||||||
রেচন তন্ত্র | |||||||
জনন তন্ত্র |
|
||||||
অন্তঃক্ষরা তন্ত্র |
|