Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
সঙ্গনিরোধ পড
Другие языки:

সঙ্গনিরোধ পড

Подписчиков: 0, рейтинг: 0

সঙ্গনিরোধ পড হলো অন্যান্যদের থেকে রোগীদের অন্তরিত করার জন্য এক ধরনের ক্যাপসুল। এ ধরনের ক্যাপসুলের উদাহরণ হলো নরওয়েজিয়ান এপিশাটল ও ইউএসএএফের ট্রান্সপোর্ট আইসোলেশন সিস্টেম (টিআইএস) বা পোর্টেবল বায়ো-কন্টেইনমেন্ট মডিউল (পিবিসিএম)। আকাশপথে অসুস্থ রোগীদের পরিবহনে এগুলো ব্যবহৃত হয়।

১৯৭০-এর দশকে লাসা জ্বরে আক্রান্ত রোগীদের আকাশপথে স্থানান্তরের জন্য সঙ্গনিরোধ যন্ত্র নির্মিত হয়। ২০১৫ সালে গিনিতে ইবোলা ভাইরাসের মহামারীর সময়ে স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্থানান্তরে হিউম্যান স্ট্রেচার ট্রানজিট আইসোলেটর (এইচএসটিআই) জাতীয় পড ব্যবহার করে।

ভারতে ২০২০–২১ সালে কোভিড-১৯ মহামারীকালে এই ধরনের পড সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ১০০% সুরক্ষা দেয় [জৈবসুরক্ষা স্তর ৪]।

কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে সঙ্গনিরোধ পডের ব্যবহার সংক্রান্ত ১৪টি গবেষণায় দেখা যায়, অক্সিজেন মাস্ক ও অন্যান্য সরঞ্জামযুক্ত রোগীদের স্থানান্তরে এই ধরনের ক্যাপসুল ব্যবহার যথাযথ নয়।কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীকালে যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে আলাদা এলাকা তৈরি করা হয়, যেগুলোকে “আইসোলেশন পড” বলা হতো। মূলত এগুলো ছিল মূল হাসপাতালের বাইরে তাঁবু-জাতীয় কিছু অস্থায়ী পোর্টাকেবিন (স্থানান্তরযোগ্য স্থাপনা), তাতে বিশেষায়িত স্বাস্থ্যগত কারিগরি সুবিধা ছাড়া অতিরিক্ত কোনো বিশেষ সুবিধা ছিল না।

আরও দেখুন


Новое сообщение