Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

সাদামাটি

Подписчиков: 0, рейтинг: 0
সাদামাটি / কাওলিনাইট
Kaolinite
260px
সাধারণ তথ্য
শ্রেণী Phyllosilicates
Kaolinite-serpentine group
রাসায়নিক সূত্র Al2Si2O5(OH)4
স্ত্রুনজ শ্রেণীবিভাগ 9.ED.05
স্ফটিক ভারসাম্য P1
একক কোষ a = 5.13 Å, b = 8.89 Å
c = 7.25 Å; α = 90°
β = 104.5°, γ = 89.8°; Z = 2
সনাক্তকরণ
বর্ণ White, sometimes red, blue or brown tints from impurities
স্ফটিক রীতি Rarely as crystals, thin plates or stacked, More commonly as microscopic pseudohexagonal plates and clusters of plates, aggregated into compact, claylike masses
স্ফটিক পদ্ধতি Triclinic
বিদারণ Perfect on {001}
সংসক্তি Flexible but inelastic
কাঠিন্য মাত্রা 2–2.5
ঔজ্জ্বল্য Pearly to dull earthy
ডোরা বা বর্ণচ্ছটা White
আপেক্ষিক গুরুত্ব 2.16–2.68
আলোকিক বৈশিষ্ট্য Biaxial (–)
প্রতিসরাঙ্ক nα = 1.553–1.565,
nβ = 1.559–1.569,
nγ = 1.569–1.570
২ভি কোণ Measured: 24° to 50°, Calculated: 44°
তথ্যসূত্র
সাদামাটি
ঐতিহ্যবাহী চীনা 高嶺石
সরলীকৃত চীনা 高岭石
আক্ষরিক অর্থ "Gaoling stone"

সাদামাটি (ইংরেজি White clay) বা কাওলিন এক ধরনের খনিজ এঁটেল মাটি বা কাদামাটি। এটিকে চীনামাটি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সাদামাটি বা কাওলিনের মূল রাসায়নিক উপাদানের বৈজ্ঞানিক নাম হল কাওলিনাইট, যেটি একধরনের স্তরীভূত অ্যালুমিনিয়াম সিলিকেট হাইড্রক্সাইড (Al2Si2O5(OH)4

কাওলিন নামটি চীনা নাম কাওলিং (চীনা: 高嶺; ফিনিন: Gāolǐng; আক্ষরিক: "উচ্চ শৈলশিরা") থেকে এসেছে। কাওলিং দক্ষিণ-পূর্ব চীনের চিয়াংশি প্রদেশে অবস্থিত একটি গ্রামের নাম।

কাওলিন বা সাদামাটি নরম, সাধারণত সাদা রঙের হয়। বাণিজ্যিকভাবে উৎপাদিত কাওলিন বা সাদামাটি গুঁড়া, অর্ধ-শুষ্ক সরু দড়ি (নুডল) কিংবা তরল মিশ্রণরূপে সরবরাহ করা হয়।


Новое сообщение