Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

সিঁড়ি

Подписчиков: 0, рейтинг: 0

বিভিন্ন উচ্চতার ভিন্ন ভিন্ন তলকে সংযোগ সাধনের জন্য পরপর কতগুলো ধাপের সুবিধাজনক বিন্যাসই হলো সিঁড়ি (ইংরেজি: Stairway বা Stair])।

সিঁড়ি
তাজহাট ল্যান্ডলর্ডস প্রাসাদের 200 বছরের প্রাচীন কাঠের সিঁড়ি

প্রায়োগিক শব্দসমূহ

ভ্যাটিকান জাদুঘরে ঘোরানো সিঁড়ি
  • ধাপ (step)
  • ট্রেড (tread)
  • রাইসার (riser)
  • ধাপসমষ্টি (flight)
  • ল্যান্ডিং (landing)
  • বাঁকানো ধাপ (winder)
  • ঢাল (pitch)
  • রেইল (Hand Rails)
  • রেলিং (Balustrade)
  • কেন্দ্রীয় স্তম্ভ (Newel)
  • হেড রুম (Head room/Head Way)

শ্রেণীবিভাগ

পরিমাপ

সিঁড়ির পরিমাপ পরিস্থিতি ও ব্যবহার ভেদে ভিন্ন হয়। তাই সিঁড়ির নির্দিষ্ট কোন পরিমাপ নেই। তবে, সাধারণ ভাবে কিছু নিয়ম মেনে চলা হয়।

  • ট্রেড + ২xরাইসার = ৬০ (সকল মান সে.মি তে)
  • ট্রেড x রাইসার = ৪০০-৪১০ (সকল মান সে.মি তে)

এখান থেকে পাওয়া মান অনুসারে সিঁড়ির আদর্শ মান ধরা যায়, ট্রেড ৩০ সে.মি ও রাইসার ১৪ সে.মি। ট্রেডে প্রতি ২৫ মি.মি কমানোর জন্য রাইসার এ ১২-১৩ মি.মি যোগ করতে হবে।

  • ব্যক্তিগত আবাস ভবন গুলোর সুবিধাজনক পরিমাপ - ট্রেড ২৫সে.মিxরাইসার ১৬ সে.মি
  • সর্বজনীন স্থাপনা গুলোর সুবিধাজনক পরিমাপ - ট্রেড ২৭সে.মিxরাইসার ১৫ সে.মি থেকে ট্রেড ৩০সে.মিxরাইসার ১৩সে.মি

এই পরিমাপগুলো কোনো সুনির্দিষ্ট মান নয়, কেবলমাত্র সুবিধাজনক মান হিসেবে প্রণয়ন করা হয়েছে। যে কোনো ক্ষেত্রেই এর হেরফের হতে পারে।

  • Building Construction - Sushil Kumar

Новое сообщение