Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর

সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর

Подписчиков: 0, рейтинг: 0
সেরোটোনিন নিউরোট্রান্সমিটার যা এসএসআরআই-এর কর্ম প্রক্রিয়ার সাথে জড়িত।

সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার্স (SSRI) হচ্ছে বহুল ব্যবহৃত এন্টিডিপ্রেসেন্ট ড্রাগের একটি শ্রেণী যেটি মূলত বিষণ্ণতা ও উদ্বেগ কমানোর জন্য ব্যবহৃত হয়।

চিকিৎসাক্ষেত্রে SSRI-সমুহের ব্যবহার

SSRI-সমুহ বিষণ্ণতা ও অন্যান্য মানসিক রোগের চিকিৎসার প্রথম স্তরে কার্যকর, নিরাপদ ও সহনযোগ্য হওয়ায় বহুল ব্যবহৃত হয়। সাধারণত নিম্নে উল্লিখিত রোগের প্রাসঙ্গে SSRI বিহিত করা হয়ে থাকেঃ

SSRI শ্রেণীর ঔষধের ব্যবহার উভয় শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গৃহিত।

উল্লেখ্য যে অন্যান্য রোগের প্রাসঙ্গে SSRI-সমুহ বিহিত করা হলেও বিশেষভাবে বিষণ্ণতার (Depression) চিকিৎসার জন্য এই ঔষধকে বিশেষ চোখ দেওয়া হয়। এই ঔষধকতক মাঝারি থেকে তীব্র বিষণ্ণতার (Depression) লক্ষণসমুহ প্রশমন করতে সর্বাধিক কার্যকর।

পার্শ্বপ্রতিক্রিয়া

  1. উত্তেজিত, নড়বড়ে বা উদ্বিগ্ন বোধ করা।
  2. অসুস্থ অনুভব করা
  3. বদহজম হওয়া।
  4. ডাইরিয়া বা কোষ্ঠকাঠিন্য
  5. ক্ষুধা হ্রাস এবং ওজন হ্রাস।
  6. মাথা ঘোরা
  7. চোখে ঝাপসা দেখা
  8. মুখ শুষ্ক হওয়া

কর্ম প্রক্রিয়া

SSRI মূলত প্রিসাইনাপটিক নিউরনে সেরোটোনিন ট্রান্সপোর্টার দ্বারা সেরোটোনিনের পুনঃশোষণে বাধা প্রদান করে। যার কারণে পোস্টসাইনাপটিক নিউরনে সেরোটোনিনের পরিমাণ বেঁড়ে যায়। এসএসআরআই মূলত আমাদের ব্রেইনে সেরোটোনিনের পরিমাণ বাড়ানোর মাধ্যমে বিষণ্ণতাকে কমায়।

নির্দিষ্ট SSRI যৌগসমুহ

সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার্স (SSRI) অন্তর্নিহিতভাবে আণবিক যৌগ নয়, কিন্তু একধরণের যৌগের শ্রেণী। এই শ্রেণীতে অন্তর্ভুক্ত কয়েকটি নির্দিষ্ট যৌগ যা বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় প্রায় সর্বব্যাপীভাবে ব্যবহৃত তার মধ্যে উল্ল্যেখযোগ্যঃ

  1. সাইটালোপ্রাম (en:Citalopram)
  2. এস-সাইটালোপ্রাম (en:Escitalopram)
  3. ফ্লুঅক্সোএটিন (en:Fluoxetine)
  4. ফ্লুভোক্সো-আমাইন (en:Fluvoxamine)
  5. পারোক্সে-টিন (en:Paroxetine)
  6. সেট্রালিন (en:Sertraline)
  7. ভিলাযোডোন (en:Vilazodone)


উৎস


Новое сообщение