Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
স্বতঃঅনাক্রম্য রোগ
স্বতঃঅনাক্রম্য রোগ বা অটোইমিউন রোগ (ইংরেজি: autoimmune disease) হচ্ছে এক প্রকার শারীরিক অবস্থা যা শরীরের একটি স্বাভাবিক অংশে অস্বাভাবিক অনাক্রম্য প্রতিক্রিয়ার কারণে সৃষ্টি হয়। এখন পর্যন্ত কমপক্ষে ৮০ প্রকারের স্বতঃঅনাক্রম্য রোগ সম্পর্কে জানা গেছে। শরীরের প্রায় সকল অংশই এই রোগে আক্রান্ত হতে পারে। এই ধরনের রোগগুলোর সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে অল্প জ্বর এবং দুর্বল বোধ করা। প্রায় ক্ষেত্রেই উপসর্গগুলো আসে এবং চলে যায়।
এ ধরনের রোগের কারণ সচারচর অজানা। কিছু স্বতঃঅনাক্রম্য রোগ, যেমন লুপাস রোগ পারিবারিক কারণে হতে পারে, আবার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সংক্রমণ বা পরিবেশগত কারণেও এ ধরনের রোগের সৃষ্টি হতে পারে। কিছু সাধারণ রোগ যা স্বতঃঅনাক্রম্য রোগ হিসেবে বিবেচিত হয় তার মধ্যে রয়েছে সিলিয়াক রোগ, টাইপ ১ ডায়াবেটিস, গ্রেভস ডিজিজ, প্রদাহমূলক পেটের রোগ, মাল্টিপল স্ক্লেরোসিস, সোরিয়াসিস, রিউম্যাটয়েট বাত, এবং সিস্টেমিক লাপাস এরিথেম্যাটোসাস। এ ধরনের রোগের রোগের ক্ষেত্রে রোগননির্ণয় করা কঠিন হতে পারে।
যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ২৪ লক্ষ মানুষ (মোট জনসংখ্যার প্রায় ৭%) স্বতঃঅনাক্রম্য রোগে আক্রান্ত। সাধারণ পুরুষের তুলনায় নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয়। যৌবনে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ১৯০০ দশকের শুরুর দিকে প্রথম এই রোগের বর্ণনা করা হয়।
আরও পড়ুন
- Vinay Kumar, Abul K. Abbas, Nelson Fausto, Jon Aster, Robbins and Cotran Pathologic Basis of Disease, Elsevier, 8th edition, 2010, 1464 pp., আইএসবিএন ৯৭৮-১-৪১৬০-৩১২১-৫
- Handbook of Systemic Autoimmune Diseases, edited by Ronald Asherson, Elsevier, in 10 Volumes: http://www.elsevier.com/wps/find/bookdescription.cws_home/BS_HSAD/description#description
বহিঃসংযোগ
- কার্লিতে স্বতঃঅনাক্রম্য রোগ (ইংরেজি)
শ্রেণীবিন্যাস | |
---|---|
বহিঃস্থ তথ্যসংস্থান |
জাতীয় গ্রন্থাগার | |
---|---|
অন্যান্য |