Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
হাইড্রাঞ্জিয়া
Hydrangea macrophylla | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Asterids |
বর্গ: | Cornales |
পরিবার: | Hydrangeaceae |
গণ: | Hydrangea |
প্রজাতি: | H. macrophylla |
দ্বিপদী নাম | |
Hydrangea macrophylla (Thunb.) Ser. | |
প্রতিশব্দ | |
Viburnum macrophyllum Thunb. |
হাইড্রাঞ্জিয়া (বৈজ্ঞানিক নাম: Hydrangea macrophylla) (ইংরেজি: bigleaf hydrangea বা French hydrangea বা lacecap hydrangea বা mophead hydrangea বা penny mac and hortensia) হচ্ছে Hydrangeaceae পরিবারের Hydrangea গণের একটি গুল্ম জাতীয় ফুল গাছ।
বর্ণনা
গাছটি ৩ থেকে ৬ ফুট লম্বা হয়। এই গাছের পাতা হালকা সবুজ এবং গাঢ় সবুজ দুই ধরনেরই হয়ে থাকে। পাতার কিনারা খাজকাটা। এই গাছ ঝোপা আকারের হয়। ফুলের রং নীল, গোলাপি, সাদা, হালকা লাল ইত্যাদি হয়ে থাকে। বসন্তের শুরুতে এ গাছে কচি পাতা গজাতে শুরু করে। গ্রীষ্মে পাতায় ভরে যায়। জুলাই মাসে কলি আসে এবং ফুল ফোটা, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ফুল ফুটতে থাকে। গ্রীষ্মকাল থেকে হেমন্তকাল পর্যন্ত এই ফুলের স্থায়িত্ব হয়।
বিস্তৃতি
এই গাছে আদি নিবাস দক্ষিণ ও পূর্ব এশিয়ার চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা।
চিত্রশালা
H. m. 'Nikko Blue' petals exhibiting the 'blueing' effects of aluminium sulfate solution