Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.
২০২০–২১ রোড সেফটি বিশ্ব সিরিজ
Другие языки:

২০২০–২১ রোড সেফটি বিশ্ব সিরিজ

Подписчиков: 0, рейтинг: 0
রোড সেফটি বিশ্ব সিরিজ
Road Safety World Series (RSWS) Logo.jpg
রোড সেফটি বিশ্ব সিরিজ
তারিখ ৭ মার্চ ২০২০ থেকে ১১ মার্চ ২০২০ – ৫ মার্চ ২০২১ থেকে ২১ মার্চ ২০২১
তত্ত্বাবধায়ক রোড সেফটি বিশ্ব সিরিজ কমিটি
ক্রিকেটের ধরন টুয়েন্টি২০ ক্রিকেট
প্রতিযোগিতার ধরন রাউন্ড-রবিননকআউট
আয়োজক  ভারত
বিজয়ী ভারত ভারত লেজেন্ডস (১ম শিরোপা)
রানার-আপ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা লেজেন্ডস
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা ১৯
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় শ্রীলঙ্কা তিলকরত্নে দিলশান
সর্বাধিক রান সংগ্রহকারী শ্রীলঙ্কা তিলকরত্নে দিলশান (২৭১)
সর্বাধিক উইকেটধারী শ্রীলঙ্কা তিলকরত্নে দিলশান (১২)
আনুষ্ঠানিক ওয়েবসাইট বিশ্বসিরিজটি২০

২০২০–২১ রোড সেফটি বিশ্ব সিরিজ হল একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যা মূলত প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে খেলা হয়েছিল। এটি রোড সেফটি বিশ্ব সিরিজের প্রথম আসর। মূলত সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মসূচির উন্নয়নের জন্য এই প্রতিযোগিতা শুরু হয়।

দল

এই আসরে ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটাররা যোগ দেন।

কর্মকর্তা

মাঠ

২০২০ সালে ৭ মার্চ থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। মুম্বই, পুনেনবি মুম্বই শহরে আয়োজন করা হয়। ২২ মার্চ পুনেতে ফাইনাল খেলার স্থান নির্ধারণ করা হয়। কিন্তু প্রতিযোগিতাটি কোভিড-১৯ মহামারীর জন্য স্থগিত হয়ে যায়। পরে ২০২১ সালে কোভিড-১৯ টিকা আসার পর বাকি অংশ রায়পুরে অনুষ্ঠিত হয়।

প্রথম অংশ (মহারাষ্ট্র)

মুম্বই নবি মুম্বই পুনে
ওয়াংখেড়ে স্টেডিয়াম ডিওয়াই পাতিল স্টেডিয়াম এমসিএ স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৩,১০৮ ধারণক্ষমতা: ৫৫,০০০ ধারণক্ষমতা: ৩৭,০০০
Wankhede Stadium Feb2011.jpg D Y Patil Sports Stadium.jpg Sahara Stadium Pune 4.jpg

দ্বিতীয় অংশ (ছত্তিশগড়)

রায়পুর
শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৬৫,০০০
Raipur International Cricket Stadium.png

দলীয় সদস্য

পয়েন্ট তালিকা

এই আসরের শিরোপা
অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর
ভারত ভারত লেজেন্ডস ২০ +১.৭৩৩
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা লেজেন্ডস ২০ +১.৭৭১
দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ১৬ −০.৩৪৯
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ১২ −০.২৭৭
ইংল্যান্ড ইংল্যান্ড লেজেন্ডস ১২ −১.২০৬
বাংলাদেশ বাংলাদেশ লেজেন্ডস −২.১৫৯
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া লেজেন্ডস −০.৩৫০
  •      সেমি-ফাইনালে উত্তীর্ণ
  •      প্রতিযোগিতা থেকে প্রত্যাহার
    • অস্ট্রেলিয়া লেজেন্ডস শ্রীলঙ্কা লেজেন্ডস দলের বিপক্ষে ১টি ম্যাচ খেললেও বাকি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেয়। কোভিড-১৯ মহামারীর জন্য তারা ভারতে পুনরায় আসতে পারেনি।

টাইব্রেকার

  1. পয়েন্ট।
  2. জয়ের সংখ্যা।
  3. হেড-টু-হেড ফলাফল।
  4. দলীয় নেট রান রেট

লিগ পর্ব

২০২০

ম্যাচ ১
৭ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
১৫০/৮ (২০ ওভার)
ভারত ভারত লেজেন্ডস
১৫১/৩ (১৮.২ ওভার)
ভারত লেজেন্ডস ৭ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল ডান্ডেকর (ভারত) এবং সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: বীরেন্দ্র সেহবাগ (ভারত লেজেন্ডস)
  • ভারত লেজেন্ডস টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২
৮ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা লেজেন্ডস শ্রীলঙ্কা
১৬১/৮ (২০ ওভার)
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া লেজেন্ডস
১৫৪ (১৯.৫ ওভার)
শ্রীলঙ্কা লেজেন্ডস ৭ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল ডান্ডেকর (ভারত) এবং সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা লেজেন্ডস)
  • শ্রীলঙ্কা লেজেন্ডস টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩
১০ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা লেজেন্ডস শ্রীলঙ্কা
১৩৮/৮ (২০ ওভার)
ভারত ভারত লেজেন্ডস
১৩৯/৫ (১৮.৪ ওভার)
ইরফান পাঠান ৫৭* (৩১)
চামিন্দা ভাস ২/৫ (৩ ওভার)
ভারত লেজেন্ডস ৫ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া) এবং রোহন পন্ডিত (ভারত)
ম্যাচসেরা: ইরফান পাঠান (ভারত লেজেন্ডস)
  • ভারত লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪
১১ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
১৪৩/৮ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস
১৪৬/৬ (১৮.৩ ওভার)
ড্যারেন গঙ্গা ৩১ (৩২)
পল হ্যারিস ৩/২১ (৪ ওভার)
আলবি মরকেল ৫৪* (৩০)
টিনো বেস্ট ২/১২ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ৬ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: অনিল ডান্ডেকর (ভারত) ও রোহন পন্ডিত (ভারত)
ম্যাচসেরা: আলবি মরকেল (দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস)
  • দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০২১

ম্যাচ ৫
৫ মার্চ ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ লেজেন্ডস বাংলাদেশ
১০৯ (১৯.৪ ওভার)
ভারত ভারত লেজেন্ডস
১১৪/০ (১০.১ ওভার)
  • বাংলাদেশ লেজেন্ডস টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

নকআউট পর্ব

কোনো ম্যাচ টাই হলে, সুপার ওভার দ্বারা বিজয়ী নির্ধারিত হবে। সুপার ওভারও টাই হলে, বারংবার সুপার ওভার চলতে থাকবে।

বন্ধনী

  সেমি-ফাইনাল ফাইনাল
                 
 ভারত ভারত লেজেন্ডস ২১৮/৩ (২০)  
 ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ২০৬/৬ (২০)  
     ভারত ভারত লেজেন্ডস ১৮১/৪ (২০)
   শ্রীলঙ্কা শ্রীলঙ্কা লেজেন্ডস ১৬৭/৭ (২০)
 দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ১২৫ (২০)
 শ্রীলঙ্কা শ্রীলঙ্কা লেজেন্ডস ১২৯/২ (১৭.২)  

সেমি-ফাইনাল

সেমি-ফাইনাল ১

১৭ মার্চ ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত লেজেন্ডস ভারত
২১৮/৩ (২০ ওভার)
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস
২০৬/৬ (২০ ওভার)
শচীন তেন্ডুলকর ৬৫ (৪২)
টিনো বেস্ট ২/২৫ (৪ ওভার)
ডোয়েন স্মিথ ৬৩ (৩৬)
বিনয় কুমার ২/২৬ (৩ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভারত লেজেন্ডস ফাইনালে উত্তীর্ণ হয়।

সেমি-ফাইনাল ২

১৯ মার্চ ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস দক্ষিণ আফ্রিকা
১২৫ (২০ ওভার)
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা লেজেন্ডস
১২৯/২ (১৭.২ ওভার)
  • শ্রীলঙ্কা লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শ্রীলঙ্কা লেজেন্ডস ফাইনালে উত্তীর্ণ হয়।

ফাইনাল

২১ মার্চ ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত লেজেন্ডস ভারত
১৮১/৪ (২০ ওভার)
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা লেজেন্ডস
১৬৭/৭ (২০ ওভার)
ইউসুফ পাঠান ৬২* (৩৬)
ফারভেজ মাহরুফ ১/১৬ (৪ ওভার)
সনথ জয়সূর্য ৪৩ (৩৫)
ইউসুফ পাঠান ২/২৬ (৪ ওভার)
  • শ্রীলঙ্কা লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভারত লেজেন্ডস ২০২০–২১ রোড সেফটি বিশ্ব সিরিজের চ্যাম্পিয়ন হয়।

পরিসংখ্যান

সর্বাধিক রান সংগ্রাহক

অব. খেলোয়াড় ও দল খে রান স.স্কো স্ট্রা.রে. ১০০ ৫০
শ্রীলঙ্কা তিলকরত্নে দিলশান
(শ্রীলঙ্কা লেজেন্ডস)
২৭১ ৬১* ১৩৬.৮৬ ৪৭
শ্রীলঙ্কা উপুল থারাঙ্গা
(শ্রীলঙ্কা লেজেন্ডস)
২৩৭ ৯৯* ১৩৩.৮৯ ৩১
ভারত শচীন তেন্ডুলকর
(ভারত লেজেন্ডস)
২৩৩ ৬৫ ১৩৮.৬৯ ৩৪
দক্ষিণ আফ্রিকা মরনে ফন উইক
(দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস)
২২৮ ৬৯* ১১৭.৫২ ২৭
ভারত বীরেন্দ্র সেহবাগ
(ভারত লেজেন্ডস)
২১৪ ৮০* ১৫৩.৯৫ ২৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো

সর্বাধিক উইকেট প্রাপক

অব. খেলোয়াড় ও দল খে রান উইকেট বিবিআই গড়
শ্রীলঙ্কা তিলকরত্নে দিলশান
(শ্রীলঙ্কা লেজেন্ডস)
১৬৩ ১২ ৪/৬ ১৩.৫৮
ভারত ইউসুফ পাঠান
(ভারত লেজেন্ডস)
১২৪ ৩/২৮ ১২.৩৩
ভারত মুনাফ প্যাটেল
(ভারত লেজেন্ডস)
১৯৭ ৪/১৯ ২১.৮৮
ইংল্যান্ড মন্টি পানেসার
(ইংল্যান্ড লেজেন্ডস)
১৫৮ ৪/২৬ ১২.২৫
শ্রীলঙ্কা রঙ্গনা হেরাথ
(শ্রীলঙ্কা লেজেন্ডস)
১২৭ ২/৫ ১৫.৮৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো

সম্প্রচার

ভায়াকম ১৮ কোম্পানি এই প্রতিযোগিতার প্রধান সম্প্রচারক ছিল।কালার্স সিনেপ্লেক্সরিশতে সিনেপ্লেক্স টিভিতে সকল খেলা সরাসরি সম্প্রচার করেছিল। অনলাইন সম্প্রচার করেছিল ভুটজিওটিভি


Новое сообщение