Мы используем файлы cookie.
Продолжая использовать сайт, вы даете свое согласие на работу с этими файлами.

আন্ত্রিক অণুজীবসমগ্র

Подписчиков: 0, рейтинг: 0
এশেরিকিয়া কোলাই, মানব অন্ত্রে অবস্থিত বহুসংখ্যক ব্যাকটেরিয়া প্রজাতির একটি

আন্ত্রিক অণুজীবসমগ্র বলতে মেরুদণ্ডী প্রাণীসমূহ (যার মধ্যে মানুষও অন্তর্ভুক্ত) ও কিছু কীটপতঙ্গের পরিপাকনালীতে বাসকারী অণুজীবসমূহকে বোঝায়, যার মধ্যে ব্যাকটেরিয়া ও আর্কিয়া অন্যতম। একে ইংরেজিতে গাট মাইক্রোবায়োটা (ইংরেজি: Gut microbiota), গাট ফ্লোরা (Gut flora) এবং গাট মাইক্রোবায়োম (Gut microbiome) নামে ডাকা হতে পারে। পাকান্ত্রিক অধিবংশাণুসমগ্র (যেটিকে কদাচিৎ অণুজীবসমগ্র ডাকা হতে পারে) বলতে আন্ত্রিক অণুজীবসমগ্রের সবগুলি জীবের বংশাণুসমগ্রের সমষ্টিকে বোঝায়। মানবদেহে অন্ত্র মানব অণুজীবসমগ্রের প্রধান অবস্থানস্থল। আন্ত্রিক অণুজীবসমগ্রের ব্যাপক গুরুত্ব আছে। বিশেষ করে জীবাণুর উপনিবেশ স্থাপন, রোগসৃষ্টিকারী জীবাণুর প্রতিরোধ, আন্ত্রিক আবরণী কলাস্তরের রক্ষণাবেক্ষণ, খাদ্য ও ঔষধীয় যৌগসমূহের বিপাক, অনাক্রম্য (রোগ প্রতিরোধী) ক্রিয়ার নিয়ন্ত্রণ এমনকি অন্ত্র-মস্তিষ্ক অক্ষ হয়ে আচরণ নিয়ন্ত্রণ, ইত্যাদি ক্ষেত্রে এর গুরুত্ব আছে।

আন্ত্রিক অণুজীবসমগ্রের অণুজীবীয় গঠন পরিপাকনালীর বিভিন্ন অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে। মানব বৃহদান্ত্রে সবচেয়ে বেশি অণুজীব থাকে। এখানে ৩০০ থেকে ১০০০টি ভিন্ন প্রজাতির অণুজীব বাস করতে পারে, যা কিনা পৃথিবীতে সবচেয়ে বেশি ঘনত্ববিশিষ্ট অণুজীব বসতি। তবে আন্ত্রিক ব্যাকটেরিয়াদের শতকরা ৯৯ ভাগই ৩০ থেকে ৪০টি ব্যাকটেরিয়া প্রজাতি থেকে উদ্ভূত হয়। এছাড়া ব্যাকটেরিয়া মলের শুষ্ক ভরের ৬০% পর্যন্ত গঠন করে। অন্ত্রের ব্যাকটেরিয়াগুলির ৯৯%-এরও বেশি অবায়ুজীবী প্রকৃতির। তবে সিকাম বা বন্ধনালীতে সবাত বা বায়ুজীবী ব্যাকটেরিয়াগুলির ঘনত্ব উচ্চ থাকে। কিছু প্রাক্কলন অনুযায়ী মানব অণুজীবসমগ্রে মানব বংশাণুসমগ্রে অবস্থিত বংশাণুগুলির চেয়ে একশত গুণ বেশি বংশাণু আছে।

আরও দেখুন

টীকা

আরও পড়ুন

পর্যালোচনামূলক নিবন্ধ

Новое сообщение